শিল্প সাহিত্য

সময়ের শব্দ মাপছি আমরা

– নাজিমুদ্দীন শ্যামল

ঘড়ি দেখে শব্দ মেপে চলেছি আমরা।
আমরাতো চতুর কারিগর! সময়ের কথা
বলছি শুধু, মাপছি কিন্তু অন্য মুদ্রা।
বিষয়টা এমন হলো যে, কোষাগার ভরা
আছে তহবিলে। তবুও ক্ষুধার মড়া
পোড়ে না চন্দন কাঠে। তবে যে সব সারা
হয়ে গেলো চেতনার ধূয়া তুলে সে কথা
জানলো না তারা, কিংবা আমরা যারা
শব্দ মাপছি সকাল দুপুর সন্ধ্যা।
তারাও আর জানলাম না।

মাটির কোটরে জমানো মুদ্রা
নিয়ে গেলো কারা তার কিবা জানলাম আমরা?
আমাদের মগজ আর চৈতন্য ভালবাসা
সবকিছু নিঃশব্দে হয়ে গেলো হাওয়া!
তবুও আমরাতো বলছি
সময়ের শব্দ মাপছি, মেপেই চলেছি!

নাজিমুদ্দীন শ্যামলঃ কবি ও সাংবাদিক