চলমান সংবাদ

মিতুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে রেহনুমা ফেরদৌস মিতুল হত্যার বিচারের দাবিতে নগরীর দোস্ত বিল্ডিং চত্বরে গত ৯ জুলাই বিকাল সাড়ে ৪টায় এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা কমিটির সভাপতি অধ্যাপিকা লতিফা কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুগতা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত মিতুলের পিতা তারেক ইমতিয়াজ ইন্তু, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, প্রগতির যাত্রী ডট কমের সম্পাদক মন্ডলির সদস্য ফজলুল কবির মিন্টু, সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সদস্য প্রদীপ ভট্টাচার্য, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য রোজি সেন, খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু, জুঁই খেলাঘর আসরের সাধারণ সম্পদক লিটন কুমার শীল, মহিলা পরিষদের নেত্রী সিতারা শামীম প্রমূখ।

সভায় বক্তারা বলেন, বিয়ের পর থেকে যৌতুকের কারনে মিতুলের স্বামী এবং শ্বাশুরী সহ শ্বশুর বাড়ির লোকেরা বিভিন্ন সময়ে শারীরিক এবং মানসিক নির্যাতন করতেন বলে অনেক তথ্য প্রমাণ আছে। সুতরাং মিতুলকে যে হত্যা করা হয়েছে তাতে কোন সন্দেহ নাই। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি মিতুল হত্যাকান্ডকে  আত্মহত্যার নাটক সাজিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করা হচ্ছে। বক্তারা বলেন, মিতুলের শ্বশুর পক্ষের লোকদের ভাষ্যমতে যদি সে আত্মহত্যা করেও থাকে তাহলে একটি ২২ বছরের মেয়ে কী কারনে আত্মহত্যার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সেটারও তদন্ত হতে হবে। তারা আরো বলেন আত্মহত্যার নাটক সাজিয়ে কোন প্রকার ষড়যন্ত্র করা হলে চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে তীব্র  আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলা হবে। তারা মিতু হত্যার দীর্ঘদিন পরেও মূল আসামী মিতুর শ্বাশুরি এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধন শেষে মিতুল হত্যার বিচারের দাবিতে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দোস্ত বিল্ডিং চত্বরে এসে শেষ হয়।

# ১১/০৭/২০২২, চট্টগ্রাম #