শিল্প সাহিত্য

শুভ্র চাঁদ

– লীলা বতী

মধ্যরাতে স্নানঘরে আমিও ডুবে থাকি,
মৃত কুমিরের মতো বিক্ষত বুক পেতে,
আমাকে সংগ দেয় গলিত ফেনিল সাবান,
ঈশ্বর স্বহস্তে যেখানে দিয়ে গেছেন বেদনার ভার,
তার দায় বুঝি এড়ানো গেলোনা,
আমার শুভ্র চাঁদ যে গ্রহণের কালে,
হয়েছে অপহৃত,
তথাপি আমি খুঁজে মরি তার ই ক্ষীণ রেখা,
নুন,চিনির হিসেব শেষে ,
আমার পৃথিবী ক্রমশ সংকীর্ণ হয় তার ই মাঝে,
শহরের হলুদ আলো,বৃদ্ধ ইউক্যালিপটাস,
পথ শিশুর পিংগল চোখ হতে দূরে,
তারও দূরে অব্যক্ত কবিতা,
অস্পষ্ট মুখ,
অপহৃত শুভ্র চাঁদ…