চলমান সংবাদ

সীতাকুন্ড ট্র্যাজেডি বিএম ডিপোতে পুড়ে বিকৃত ৮ লাশের পরিচয় শনাক্ত

 সীতাকুন্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন ও বিস্ফোরণের ঘটনায় নিহতদের আরও ৮ জনের পরিচয় মিলেছে। সিআইডির ল্যাবে ডিএনএ পরীক্ষায় তাদের পরিচয় শনাক্ত হয়েছে। আগুন-বিস্ফোরণের ঘটনায় ৫১ জনের মরদেহ উদ্ধার করা হলেও তখন পরিচয় মেলেনি ২২ জনের। নিহতদের শনাক্তে স্বজনদের কাছ থেকে সংগৃহিত ডিএনএ নমুনা পরীক্ষার ফলাফলে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে আটজনের নামের তালিকা সীতাকুন্ড থানায় পাঠানোর পর লাশগুলো নমুনা জমা দেওয়া স্বজনদের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। পরিচয় নিশ্চিত হওয়া আটজন হলেন- বিএম ডিপোর আইসিডি সুপারভাইজার আব্দুস সোবহান প্রকাশ আব্দুর রহমান, ইলেকট্রিশিয়ান মো. রাসেল, গাড়িচালক মো. শাহজাহান, আখতার হোসেন, মনির হোসেন, শারমিন গ্রুপের কাভার্ডভ্যান চালক বাবুল মিয়া, সহকারী মো. সাকিব, নুসরাত পরিবহনের কাভার্ডভ্যান চালক আবুল হাশেম। সীতাকুন্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহতদের মধ্যে ডিএনএ টেস্টের মাধ্যমে ৮ জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফরেনসিক ল্যাবে নমুনা পরীক্ষার পর বৃহস্পতিবার (৭ জুলাই) আটটি লাশের পরিচয় নিশ্চিত করে তালিকা পাঠানো হয় সীতাকুন্ড থানায়। লাশের দাবিদারদের মধ্যে যারা নমুনা দিয়েছিলেন, তাদের মধ্যে পরিচয় নিশ্চিত হওয়াদের স্বজনদের ডেকে সেগুলো নেওয়ার জন্য বলা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহত ৫১ জনের মধ্যে আগে ২৯ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছিল, এই ৮ জনসহ ৩৭ জনের পরিচয় শনাক্ত হয়েছে। আরও ১৪ জনের মরদেহ রয়েছে। তাদের ডিএনএর সাথে স্বজনদের নমুনা মিললে তাদের লাশও হস্তান্তর করা হবে। আগুন ও বিস্ফোরণের পর যাদের লাশ উদ্ধার করা হয়, তাদের মধ্যে পুড়ে বিকৃত হয়ে যাওয়া মরদেহের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবের টিম স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করে। ১৯টি মরদেহ ও ২৩ জন নিখোঁজ ব্যক্তির বিপরীতে ৪৩ জনের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। মৃতদেহ থেকে ‘ক্রাইম সিন স্যাম্পল’ ও স্বজনদের কাছ থেকে ‘রেফারেন্স স্যাম্পল’ সংগ্রহ করা হয়। রেফারেন্স স্যাম্পলে মৃতদেহের স্বজনের রক্ত, লালা এবং ক্রাইম সিন স্যাম্পলে মৃতদেহের দাঁত, হাড়, চুল, নখ, টিস্যু সংগ্রহ করা হয়েছিল। গত ৬ জুলাই আরও একজনের মাথার খুলি ও পাঁজরের হাড় পাওয়া গেছে। এর আগে ৪ জুলাই আরও একজনের মাথার খুলি ও পাঁজরের হাড় পাওয়া যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, আটজনের পরিচয় শনাক্ত হওয়ার মধ্যে দুইজনের স্বজন হাসপাতালে এসেছেন। উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রসঙ্গত গত ৪ জুন দিবাগত রাতে সীতাকুন্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এরপর সেখানে কয়েক দফা বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ১০ জন ফায়ার ফাইটারসহ এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যুর খবর প্রশাসন নিশ্চিত করেছে। এই ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়। অপরদিকে আগুনে দগ্ধ কয়েকজন কর্মকর্তাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। # ০৭.০৭.২০২২ চট্টগ্রাম #