চলমান সংবাদ

কোরবানির পশুর বর্জ্য অপসারণে চসিক’র কেন্দ্রিয় কন্ট্রোল রুম স্থাপন

আসন্ন কোরবানির ঈদের বর্জ্য অপসারণে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিগত বছরগুলোর সাফল্যের ধারাবাহিকতায় এবারো ঈদের দিন বিকেল ৪টার মধ্যে নগরীর ৪১টি ওয়ার্ডের বর্জ্য অপসারণের পরিকল্পনা নিয়েছে চসিক। নগরীতে জবাইকৃত পশুর বর্জ্য দ্রুত অপসারণের কার্যক্রম মনিটরিং করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের টাইগারপাসস্থ নগর ভবনের সম্মেলন কক্ষে চারদিনব্যাপী কন্ট্রোল রুম খোলা হয়েছে। চসিক জানায়, নগরীর কোথাও কোরবানিকৃত পশুর নাড়ি-ভুড়িসহ কোন ধরণের বর্জ্য দেখা গেলে নগরবাসীকে কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। এই কন্ট্রোল রুমের কার্যক্রম আগামী ৯ জুলাই সকাল ৭ থেকে হতে ১২ জুলাই সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। কন্ট্রোল রুমে যোগাযোগ নম্বর : ০২৩৩৩৬০০৩০। সিটি কর্পোরেশন ৬টি জোনে বিভক্ত হয়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করবে। আর এ কাজের জন্য কর্পোরেশন ৫ হাজার শ্রমিক, ৩৪৫টি গাড়ি, পশু জবাইকৃত স্থানে ব্লিচিং পাওডার ছিটানোর ব্যবস্থা করেছে। এছাড়া সরু রাস্তা ও গলি থেকে বর্জ্য অপসারণের জন্য টমটম, হুইল ভেরু ও বর্জ্য অপসারণ কাজ তদারকিতে নিয়োজিত পরিচ্ছন্ন বিভাগের সুপারভাইজারদের জন্য সিএনজি চালিত ট্যাক্সির ব্যবস্থা রাখা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পবিত্র ঈদুল আযহার প্রথম ও প্রধান জামাত সকাল ৭.৪৫ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল ৮.৪৫ মিনিটে জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। লালদীঘি সিটি কর্পোশেন শাহী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এছাড়াও নগরীতে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় সকাল সাড়ে ৮টায় হযরত শেখ ফরিদ (রা:) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবর স্থান জামে মসজিদ, সাগরিকা গরু বাজার জামে মসজিদ ও সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া ৪১ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলরগণের তত্ত্বাবধানে একটি করে ঈদ জামাত স্ব-স্ব মসজিদ অথবা ঈদগায়ে অনুষ্ঠিত হবে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে নিরাপদ দূরত্ব বজায় রেখে ঈদ জামাতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন চসিক মেয়র । # ০৭.০৭.২০২২ চট্টগ্রাম #