চলমান সংবাদ

পুলিশ হেফাজত থেকে পালানো আসামি চার বছর পর গ্রেপ্তার

চার বছর আগে চট্টগ্রাম আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। আদালত থেকে পালানোর পর মাসুদ রানা (৩৫) নামে ওই আসামি তিন বছর চট্টগ্রামের বাইরে পালিয়ে ছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার (৫ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশ নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি যুগীচাঁদ লেইনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, একটি মাদক মামলায় ২০১৮ সালের ১৭ জুলাই দুই সহযোগীসহ গ্রেপ্তার হন মাসুদ রানা। ওই বছর ১৪ অগাস্ট দুপুরে রিমান্ড শুনানির জন্য তাকে চট্টগ্রামের আদালত ভবনে অতিরিক্ত উপ-কমিশনারের (প্রসিকিউশন) কার্যালয়ে নেওয়ার সময় আদালত ভবনের দ্বিতীয় তলা থেকে মাসুদ হাতকড়া খুলে পালিয়ে যায়। পুলিশ হেফাজত থেকে পালানোর ঘটনায় মাসুদ রানার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়েছিল। তবে তদন্তকারী কর্মকর্তা মাসুদ রানার ঠিকানা শনাক্ত করতে না পারায় ২০২০ সালে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। কিন্তু আদালত সেটি গ্রহণ না করে গোয়েন্দা পুলিশকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের এসআই সাগর ভদ্র জানান, ইয়াবা নিয়ে তিন সহযোগীসহ মাসুদ রানা গ্রেপ্তার হয়েছিলেন আকবর শাহ থানার পুলিশের হাতে। তিনি ওই মামলাসহ আরও কয়েকটি মামলার আসামি। কিন্তু ওই সময় বাবার নাম এবং ঠিকানার ভুয়া তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করেছিলেন তিনি। আমি মামলা তদন্তের দায়িত্ব পাবার পর গোয়েন্দা নজরদারি চালিয়ে শ্বশুড়ের ভাড়া বাসা থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করি। জিজ্ঞাসাবাদে মাসুদ রানা জানিয়েছে, পুলিশ হেফাজত থেকে পালানোর পর মাসুদ রানা তিন বছর চট্টগ্রামের বাইরে ছিলেন। পরে তিনি জাহাজে চাকরি নিয়েছিলেন। এর ফলে তিনি প্রায়ই চট্টগ্রামের বাইরে অবস্থান করতেন। # ০৭.০৭.২০২২ চট্টগ্রাম #