চলমান সংবাদ

চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভারতীয় সহকারী হাই কমিশনের স্টল উদ্বোধন

বাংলাদেশের পর্যটক ও ব্যবসায়ীদের বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে নগরের পলোগ্রাউন্ডে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (সিআইটিএফ) স্টল দিয়েছে ভারতীয় সহকারী হাই কমিশন। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে এই স্টল উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজিব রঞ্জন। উদ্বোধনকালে সহকারী হাইকমিশনার ডা. রাজিব রঞ্জন বলেন, বন্দরনগরী চট্টগ্রাম ব্যবসা ও শিল্পের জন্য বিখ্যাত রিজিওনাল হাব। চট্টগ্রাম বাংলাদেশের লাইফলাইন। দেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য মেলা সিআইটিএফ। বিশ লাখ দর্শক সমাগম হয় এ মেলায়। ভারতের পর্যটন, ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ ইত্যাদি তুলে ধরতে আমরা একটি স্টল দিয়েছি। ভারতের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ, বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা এবং উভয়দেশের মধ্যে পর্যটন ও সম্ভাবনাময় খাতসমূহে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ইত্যাদি বিষয় এই স্টলের মাধ্যমে প্রদর্শন করা হবে। ভারত এবং বাংলাদেশ বর্তমান বিশ্বে সবচেয়ে দ্রুত বর্ধমান অর্থনীতি হিসেবে আবির্ভূত হয়েছে এবং দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ ভারতের প্রধান বাণিজ্য ও উন্নয়ন অংশীদার। গত এক দশকে উভয়দেশের মধ্যে বাণিজ্য ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে এবং উভয়দেশ সীমান্ত বাণিজ্য পুনরায় চালু করার জন্য কাজ করছে। তবে আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ জোরদার করার ক্ষেত্রে কানেক্টিভিটি প্রধান বিবেচ্য বিষয়। অন্যান্য খাত বিশেষ করে আইটি, সাইবার সিকিউরিটি ইত্যাদিতে সহযোগিতার অমিত সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক দিন দিন বাড়ছে। পদ্মা সেতু শুধু পিপল কানেকটিভিটি বাড়াবে তা নয়, ট্রেড কানেকটিভিটি, ইকোনমিক গ্রোথও বাড়াবে। বাংলাদেশ ও ভারত একসাথে কাজ করার মাধ্যমে এই অঞ্চলকে বিশ্বের ‘টেক হাব’ এ রূপান্তর করতে পারে বলে তিনি মন্তব্য করেন। এ সময় মাহবুবুল আলম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গভীরতর হচ্ছে। ভারত আমাদের জন্য সবচেয়ে উৎকৃষ্ট প্রতিবেশী এবং প্রতিবেশীর সাথে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবসময় উষ্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। খাদ্য, আইটি, শিল্পের কাঁচামাল, তুলা, মেশিনারিজ ইত্যাদি ভারত থেকে আমদানি হয়। প্রতিবেশী দেশ হিসেবে আমদানির পাশাপাশি আমরা রফতানি বাড়াতে চাই। আমরা আশা করি, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বাড়বে। আমরা চেষ্টা করবো দু’দেশের ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল করতে। পদ্মা ব্রিজের পদ্মা সেতুর কারণে বেনাপোল ও ভোমরা স্থল বন্দর দিয়ে বাণিজ্য বৃদ্ধি পাবে এবং এতে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য আরো জোরদার করবে। চেম্বার সভাপতি চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশে বেসরকারি খাতে বৃহত্তম উল্লেখ করে আগামীতে এই মেলায় পার্টনার কান্ট্রি হিসেবে ভারতকে আমন্ত্রণ জানিয়ে বিপুল ভারতীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রত্যাশা করেন। এ স্টলে ইকোনমিক ডিপ্লোমেসি অ্যান্ড স্টেটস ডিভিশন, ইনক্রেডিবল ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, ইন্ডিয়া ব্রান্ড ইক্যুইটি ফাউন্ডেশন আইবিইএফ, আইটিইসি, ইইপিসি ইন্ডিয়া ইত্যাদি ডিপার্টমেন্টের সেবা ও কার্যক্রম তুলে ধরা হচ্ছে। সুযোগ রয়েছে বার কোড স্ক্যান করে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনে রেজিস্ট্রেশনের সুযোগ। এবারের বাণিজ্য মেলা চলবে আগামী ৮ জুলাই পর্যন্ত। এ সময় চেম্বার পরিচালক একেএম আকতার হোসেন, অহিদ সিরাজ স্বপন, অঞ্জন শেখর দাশ, জহিরুল ইসলাম আলমগীর, ইফতেখার ফয়সাল, তাহসিন জুনায়েদ, সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ প্রমুখ উপস্থিত ছিলেন। স্টল উদ্বোধন শেষে ভারতীয় সহকারী হাইকমিশনার মেলার বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টল পরিদর্শন করেন। # ৩০.০৬.২০২২ চট্টগ্রাম #