চলমান সংবাদ

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ৫ কোটি টাকার বিল জালিয়াতির ঘটনায় দুদকে অভিযোগ দায়ের, তদন্ত কমিটি গঠন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের বিল জালিয়াতির ঘটনায় দুদকে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে দুদক সমন্বিত কার্যালয় চট্টগ্রামে এই অভিযোগ দেওয়া হয়। এদিকে, জালিয়াতির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়। তদন্ত কমিটিতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের উপ-পরিচালক ডা. মো. সাখাওয়াত উল্ল্যাহকে সভাপতি ও সহকারী পরিচালক (প্রশাসন) ডা. সুমন বড়–য়াকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীকে। কমিটি গঠনের বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, একটি তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দুদক চট্টগ্রামের উপ-পরিচালক নাজমুছ সাদাত বলেন, এক কর্মকর্তাকে নিয়ে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক দুদক কার্যালয়ে এসে একটি অভিযোগ দিয়েছেন। আমরা অভিযোগটি গ্রহণ করেছি। এতে হাসপাতালের এক কর্মকর্তাসহ ৪ জনের নাম উল্লেখ রয়েছে। তিনি বলেন, অভিযোগটি আমরা ঢাকায় প্রধান কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করেছি। সেখানে থেকে যে নির্দেশনা দেওয়া হবে সে অনুযায়ী কাজ করবো। হাসপাতালে তত্ত্বাবধায়ক সেখ ফজলে রাব্বি বলেন, এটি একটি অনাকাঙ্খিত ঘটনা। এ ঘটনার সত্যতা উদঘাটন হওয়া দরকার। দুদকে একটি অভিযোগ করা হয়েছে। এসময় ৪ জনের নাম উল্লেখ না করলেও হাসপাতালের হিসাবরক্ষক ফোরকান ও ঠিকাদার প্রতিষ্ঠানের ৩ জনের নাম রয়েছে। প্রসঙ্গত, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ২০১৩-১৪ অর্থবছরের মেসার্স আহমেদ এন্টারপ্রাইজ কর্তৃক সরবরাহকৃত ৮টি আইসিইউ বেড, ৮টি ভেন্টিলেটর ও ১টি কার্ডিয়াক পেশেন্ট মনিটরের বকেয়া বিল বাবদ ৫ কোটি ৩৭ লাখ ২৫ হাজার টাকার ব্যয় মঞ্জুরি আদেশ জালিয়াতির মাধ্যমে ছাড়করণের চেষ্টা হয়। মঙ্গলবার জেনারেল হাসপাতালের হিসাবরক্ষক মো. ফোরকান এ বিল ছাড় করার চেষ্টা চালান। বিষয়টি ধরা পড়ায় বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক কার্যালয় থেকে মো. ফোরকানকে পাঁচলাইশ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে তাকে জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এই চালান নিয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগে দুদকে আগে থেকেই মামলা চলমান থাকায় এর বিলও আটকে যায়।
# ৩০.০৬.২০২২ চট্টগ্রাম