চলমান সংবাদ

শিক্ষক হত্যা ও লাঞ্ছিত করার প্রতিবাদে চবি শিক্ষক সমিতির মানববন্ধন

নড়াইলে শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে মানহানি ও সাভারে শিক্ষক উৎপল কুমার সরকারকে নির্মমভাবে হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (৩০ জুন) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সেলিনা আখতার বলেন, একজন শিক্ষক পুলিশের সামনে লাঞ্চিত হয়েছে, এটা বাংলাদেশের জন্য লজ্জার। সেই পুলিশদের আমি ধিক্কার জানাই। অন্যায়ের প্রতিবাদ করায় ছাত্রের হাতে খুন হতে হয়েছে উৎপলকে। এটি ছাত্র-শিক্ষকের মধুর সম্পর্ককে কলুষিত করেছে। আমি প্রশাসনের কাছে এই নির্মমতার বিচার চাই। শিক্ষক সমিতির সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। তিনি বলেন, কোন কারনে শিক্ষককে লাঞ্চনা করা, হত্যা করা দুঃখজনক। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নাকি কোন চক্রান্ত তা খতিয়ে দেখা দরকার। বিচারের জন্য তিনি সবাইকে ধৈর্য ধরার আহবান জানান। মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. সজীব কুমার ঘোষের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রহমান নাসির উদ্দিন, বাংলা বিভাগের অধ্যাপক আনোয়ার সাইদ, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজ উদ দৌল্লাহ, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেন, বন ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আল আমিন, রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনায়েতুল্লাহ পাটোয়ারী, রসায়ন বিভাগের অধ্যাপক ড. তাপসী ঘোষ রায়, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্যসহ আরো অনেকে। মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, আমরা মহান শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছি। কিন্তু যখন দেখি একজন শিক্ষক ছাত্রের হাতে নিগৃহীত হচ্ছে তখন ঘৃণা ও লজ্জায় মুখ কোথায় রাখি। একজন শিক্ষক যখন অপদস্থ হয় তখন সমগ্র জাতি অপদস্থ হয়। বঙ্গবন্ধু শিক্ষকদের অনেক মর্যাদা দিতেন। বাংলাদেশের অভ্যুদয়ে ছাত্রদের অবদান মুখ্য। সেখানে একজন শিক্ষক ছাত্রের হাতে মারা গেলেন আরেকজন জীবিত থেকেও মৃত। এটি জাতির জন্য লজ্জাজনক। এগুলোকে সাধারণ ঘটনা হিসেবে না ধরে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
# ৩০.০৬.২০২২ চট্টগ্রাম #