চলমান সংবাদ

ক্রমাগত শিক্ষকদের উপর হামলা এবং শিক্ষককে পিটিয়ে হত্যার বিরূদ্ধে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জর্জিয়া (যুক্তরাষ্ট্র) শাখার বিবৃতি

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জর্জিয়া শাখা’ (যুক্তরাষ্ট্র) এক বিবৃতিতে ক্রমাগত শিক্ষকদের উপর হামলা এবং শিক্ষককে পিটিয়ে হত্যার বিরূদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে্ন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন ধারাবাহিকভাবে আমাদের দেশে শিক্ষক নির্যাতনের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটে চলেছে। ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ এনে শিক্ষক শ্যামল কান্তি ধরকে কান ধরে উঠবস করানো, বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলের হাজতবাস, সাভারের আশুলিয়ায় ছাত্রের বেধড়ক পিটুনিতে আহত উৎপল কুমার সরকারের (৩৭) মৃত্যু এবং ১৮ জুন নড়াইলে মির্জাপুর ইউনাইটেড কলেজের ছাত্র ও স্থানীয় কিছু ব্যক্তি দ্বারা শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় পুলিশের সামনেই জুতার মালা দেয়া ধারাবাহিক ঘটনায় পরিণত হয়েছে। একেকজন শিক্ষক একেকভাবে নির্যাতন ও হেনস্তার শিকার হচ্ছেন, একজন শিক্ষকের গলার জুতার মালা মানেই দেশের গলায় জুতার মালা। ধারাবাহিকভাবে অমুসলিম শিক্ষকদের ধর্মের নামে আঘাত করা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের একটি ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র রুখে দিতে হবে৷ তা না হলে আমরা দিন দিন অন্ধকারের দিকেই ধাবিত হবো। এখনই সময় ঐক্যবদ্ধভাবে এই অন্ধকার শক্তিকে প্রতিহত করার। পত্রপত্রিকা মারফত দেখা যাচ্ছে সবগুলো ঘটনা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারী ছত্রছায়ায় ঘটে চলেছে। নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও শাস্তি প্রদানের দাবী করেন।

# ৩০/০৬/২০২২, প্রেস বিজ্ঞপ্তি #