চলমান সংবাদ

জলাবদ্ধতায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

টানা বৃষ্টিতে জলমগ্ন নগরীর একটি ভবনের নিচতলায় জমা পানিতে বিদ্যুতায়িত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুন) সকালে নগরীর পাঁচলাইশ থানার কাতালগঞ্জ আব্দুল্লাহ খান লেইনের ‘খান হাউস’ নামে একটি ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই ভবনের তত্ত্বাবধায়ক আবু তাহের (৬৫) ও গাড়িচালক মো. আবুল হোসেন (৩৮)। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, টানা বৃষ্টিতে তিনতলা ভবনটির নিচতলা জলমগ্ন ছিল। নিচতলায় কেউ ছিলেন না। সকালে তাহের ও হোসেন আইপিএস’র সংযোগ খুলতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে তাদের উদ্ধার করে নগরীর বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের সিনিয়র অফিসার মো. শহীদুল ইসলাম জানান, ভবনের সিঁড়ির নিচে ছিল আইপিএস। পানার নিচে থাকা আইপিএস’র বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করছিলেন তারা। সংযোগ খোলার পর পানিতে বিদ্যুতায়িত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যায়। তবে এর আগেই ভবনের বাসিন্দারা হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ফায়ার সার্ভিসের টিম পুরো ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাহেরকে সিঁড়ির নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, সোমবার (২০ জুন) বিকেল ৩ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৬২ দশমিক ৮ মিলিমিটার, বেলা ১২টা পর্যন্ত গত ১৭০ দশমিক ২ মিলিমিটার এবং এর আগে সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৩৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। # ২০.০৬.২০২২ চট্টগ্রাম #