চলমান সংবাদ

ইউক্রেন ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দিতেই পারে-পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ভ্লাদিমিরভিচ পুতিন আজ সেন্টপিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে এক বক্তৃতায় বলেন, ইউক্রেনের ইউরোপিয়ান ইউনিয়নে যোগদানের ব্যাপারে রাশিয়ার কোন আপত্তি নেই। তারা চাইলে সেখানে যোগ দিতে পারে। কারণ, এটা কোন সামরিক জোট নয় এবং রাশিয়ার জন্য কোন হুমকি বয়ে আনবেনা। ইউরোপিয়ন ইউনিয়নে যোগ দিলে তা ইউক্রেনের জন্য কতটা লাভজনক হবে বা আদৌ লাভজনক কি-না, সেটা ভেবে দেখা তাদের আভ্যন্তরীণ বিষয়। সেখানকার জনগণ ও সরকারই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। পুতিন আরো বলেন, ইউক্রেনে মার্কিন সহায়তায় জনগণের মাঝে রুশবিরোধী মনোভাব উসকে দেয়া হচ্ছে। তিনি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে ‘ট্রাজেডি’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, এটা এড়িয়ে যাওয়ার কোন পথই রাশিয়ার খোলা ছিলনা। উল্লেখ্য, ইউক্রেন সরকারের আবেদনের প্রেক্ষিতে ফ্রান্স, জার্মানীসহ কয়েকটি সদস্যদেশ ইউক্রেনের ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য প্রার্থী হওয়ার পক্ষে সম্মতি দিয়েছে।  ইইউ’রএকজন শীর্ষ নেতা বলেন, এটা ইউক্রেনবাসীর ‘ইউরোপিয়ান ড্রীম’।
-আন্তর্জাতিক ডেস্ক, প্রগতির যাত্রী ডট কম ( সূত্রঃ রুশ দৈনিক www.mk.ru)