চলমান সংবাদ

চট্টগ্রামের ১৮ ইউনিয়নে ইউপি নির্বাচন সম্পন্ন

চট্টগ্রামের বাঁশখালীর ১৩টিসহ ৬ উপজেলার ১৮ ইউনিয়নে ইউপি নির্বাচন বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে বুধবার (১৫ জুন) সম্পন্ন হয়েছে। নির্বাচনে পটিয়া-আনোয়ারা ছাড়া বাকি ১৬ টি ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা রক্ষায় ৭ প্লাটুন বিজিবি, শতাধিক র‌্যাব ও প্রায় দুই হাজার পুলিশ মোতায়েন করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রটগণ নির্বাচনে দায়িত্ব পালন করেন। এরপরও কয়েকটি কেন্দ্রে প্রার্থীদের অনুসারীদের মধ্যে হাতাহাতিসহ বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে। বাঁশখালীর সরল ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে নৌকার এজেন্ট ছাড়া অন্যদের বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ১ নম্বর ওয়ার্ডে আল মাদরাসাতুল ইসলামিয়া আনোয়ারুল উলুম বালক-বালিকা মাদরাসায় ভোটগ্রহণের আগে থেকে নৌকার প্রার্থীর এজেন্ট ছাড়া অন্যদের কেন্দ্রে প্রবেশে বাধা প্রদানের অভিযোগ উঠে খোদ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। এছাড়া নুরানী এবতেদায়ী মাদরাসা, সরল বাইতুল হামিদ তালীমুল কুরআন মাদ্রাসা, মিনজিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অন্য প্রার্থীর এজেন্টদের পিটিয়ে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এদিকে বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের পাশ থেকে বন্দুক, লাঠি ও আটটি হেলমেট উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। বুধবার (১৫ জুন) বেলা ১২টার দিকে ছনুয়া ইউনিয়নের এক নম্বর ছেলবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশের লবন মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও হেলমেট উদ্ধার করা হয়। র‌্যাব-৭’র চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, কেন্দ্রের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বন্দুক, ৮টি হেলমেট ও কিছু লাঠি পাওয়া গেছে। কারা এসব রেখেছে তা তদন্তসাপেক্ষে বলা যাবে। বাঁশখালী উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকাল থেকেই র‌্যাব মাঠে ছিল বলে জানান তিনি। বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়সাল আলম বলেন, একটা উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ভোট হয়েছে। এজেন্ট বের করে দেয়ার কোন লিখিত অভিযোগ পাইনি। কয়েকজনের মধ্যে হাতাহাতি ছাড়া কোথাও তেমন কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের ১৮ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৩২১ জন। ১৮ টি ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৯৪ জন। বাঁশখালীর ১৩টি ইউনিয়নের মোট ২ লাখ ৭৪ হাজার ৯শ ৩৬ জন ভোটার। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ৬শ ২৮ জন, মহিলা ভোটার ১ লাখ ২৮ হাজার ৩শ ৮ জন। উপজেলায় ১৩ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ৭৫ জন, সংরক্ষিত মহিলা ১৫৪ জন, সাধারণ সদস্য ৫৪৭ জন। ১২৭টি ভোট কেন্দ্রে ভোট কক্ষের সংখ্যা ৮৩৪।
# ১৫.০৬.২০২২ চট্টগ্রাম #