চলমান সংবাদ

নকল বই বিক্রি হচ্ছিল পাঠক বুকসে, লাখ টাকা জরিমানা

নকল বই ছাপা ও বিক্রি করার অপরাধে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এলাকার পাঠক বুকস নামে একটি বইয়ের দোকানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ছাপানো নকল কিছু বইও জব্দ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৫ জুন) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহর নেতৃত্বে এক অভিযানে এ জরিমানা করা হয়। জানা গেছে, বেশ কিছুদিন ধরে দ্যা রয়েল সায়েন্টিফিক পাবলিকেশনের নবম-দশম ও একাদশ শ্রেণির বিজ্ঞান সহায়ক একটি বই তারা নকল করে বিক্রি করছিল। অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে এসব অনিয়ম ও নকল বইগুলো ধরা পড়ে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ বলেন, পাঠকের বিশ্বাস ও আস্থাকে পুঁজি করে লাইব্রেরিটি দ্যা রয়েল সায়েন্টিফিক পাবলিকেশনের নবম-দশম ও একাদশ শ্রেণির বিজ্ঞান সহায়ক একটি বই বিক্রি করছিল। এ বই কিনে আমাদের শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হবে। কারণ সেখানে নানা ভুল তথ্য ও অনিয়ম ছিল। আমাদের কাছে এসব অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ওই বইয়ের দোকানকে এক লাখ টাকা জরিমানা করেছি।
# ১৫.০৬.২০২২ চট্টগ্রাম #