চলমান সংবাদ

নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার উপ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ে বাংলাদেশ মহিলা পরিষদ ১০-১১ জুন ২০২২ নারীর ক্ষমতায়নের লক্ষ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের সংগঠকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ চট্টগ্রামস্থ হোটেল সফিনায় অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে চট্টগ্রাম ও সিলেট বিভাগের মোট ৪২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যাপক লতিফা কবীরের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম । প্রধান অতিথি ছিলেন প্রাবন্ধিক, কলামিস্ট ও শিক্ষক নেতা অধ্যাপক কানাই দাশ।  তিন কর্মঅধিবেশনে ফেসিলেটর ছিলেন যথাক্রমে উম্মে সালমা বেগম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, রেখা সাহা কেন্দ্রীয় কমিটির লিগালএইড সম্পাদক, দীপ্তি রানী সিকদার ভারপ্রাপ্ত পরিচালক কেন্দ্রীয় কমিটির লিগ্যাল এইড এডভোকেসি ও লবি। মডারেটর ছিলেন রমা রানী মুহুরী ও রওশন আরা ইউসুফ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন যথাক্রমে সুগতা বড়ুয়া সাধারণ সম্পাদক চট্টগ্রাম জেলা শাখা, কাউছার জাহান লিজা প্রচার ও প্রকাশনা সম্পাদক, অধ্যাপক স্বাতী পাল সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম জেলা শাখা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘ আন্দোলনের ফলে নারীরা ক্ষমতায়ন হলেও ক্ষমতার প্রয়োগ করতে পারছে না। স্থানীয় সরকার নির্বাচনে নারীরা সরাসরি নির্বাচিত হচ্ছে। সিটি কর্পোরেশন নির্বাচনে নারীরা সরাসরি নির্বাচিত হচ্ছে। একজন পুরুষ একটি ওয়ার্ডে নির্বাচন করে কিন্তু একজন নারী তিনটি ওয়ার্ড নিয়ে নির্বাচন করেন। এখানেও নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। সংসদে সংরক্ষিত আসনে মনোনয়ন প্রথা বাতিল না করে আরো ২৫ বছরের জন্য বৃদ্ধি করে আন্দোলনকারী নারীদের হতাশই করেছে সরকার। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে নারী আন্দোলন শুরু হয়েছিল শতবছর পার হওয়া সত্বেও নারীরা এখনও সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি।

# ১৩/০৬/২০২২, প্রেস বিজ্ঞপ্তি #