চলমান সংবাদ

পদ্মকুঁড়ি খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত সঞ্জীব সভাপতি, প্রীতম সম্পাদক

জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর’র শাখা আসর পদ্মকুঁড়ি খেলাঘরের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে সাংস্কৃতিক সংগঠক সঞ্জীব ভট্টাচার্যকে সভাপতি ও সাংবাদিক প্রীতম দাশকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ১০ জুন শুক্রবার সন্ধ্যায় নগরীর লিটল ফ্লাওয়ার স্কুলে আয়োজিত কাউন্সিল সম্মেলনে এই কমিটিন গঠন করা হয়। সম্মেলনে বক্তারা বলেন, খেলাঘরের মূল লক্ষ্য একটি অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক ও মানবিকবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা। খেলাঘর শিশু-কিশোরদের সুস্থ দেহ ও মন গঠন, সাহিত্য-সংস্কৃতি, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির চর্চা এবং সৃজনশীল কাজের মধ্য দিয়ে প্রতিভার বিকাশ এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও শিক্ষার প্রসারে কাজ করে। খেলাঘর শিশুর মানসিক বিকাশ, শিশুর অধিকার প্রতিষ্ঠা ও লিঙ্গ বৈষম্য দূরীকরণে কাজ করে যাচ্ছে। ১৯৫২ সালের পর থেকে এখনো পর্যন্ত ধারাবাহিক শিশু-কিশোর আন্দোলন চালিয়ে যাচ্ছে খেলাঘর। খেলাঘর সংগঠক আশীষ ধর’র সভাপতিত্বে ও পদ্মকুঁড়ি আসরের আহবায়ক প্রীতম দাশের সঞ্চালনায় সম্মেলনে অতিথি ছিলেন খেলাঘরের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, খেলাঘর কেন্দ্রীয় সংগঠক প্রকাশ ঘোষ, মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসএম জাহিদ হোসেন, সদস্য শরন বড়–য়া, নিলাম্বরী খেলাঘরের সাধারণ সম্পাদক রবিশংকর সেন নিশান। সম্মেলনে গঠিত নব-নির্বাচিত কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মিন্টু চৌধুরী, সুচিত্রা গুহ টুম্পা, শর্বরী দে, সহ-সাধারণ সম্পাদক সায়মন সাদাত চৌধুরী, রানা সরকার, প্রতাপ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অরিত্র চৌধুরী, শিক্ষা-গবেষণা সম্পাদক অয়ন সেনগুপ্ত, প্রচার-প্রকাশনা সম্পাদক তারেক হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী দে, অর্থ সম্পাদক অর্নব বড়–য়া, ক্রিড়া সম্পাদক অথৈ মজুমদার, দপ্তর সম্পাদক এসএম নাবিল, পাঠাগার সম্পাদক সৌমেন দাশ, সমাজকল্যান সম্পাদক চূড়ান্ত কুমার, সাহিত্য সম্পাদক প্রাপ্ত ভঞ্জ। এছাড়া সদস্য হয়েছেন আশীষ ধর, অঞ্জন দত্ত, রিংকু দত্ত, আব্দুল আহাদ চৌধুরী, সুনয়ন গুহ, সৌম্য মল্লিক অর্ক, অভিমন্যু, ইমন। শিশু-কিশোরদের সুস্থ ধারায় বিকশিত করতে প্রয়োজন শক্তিশালী খেলাঘর আন্দোলন। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলার লক্ষ্যে একটি দেশপ্রেমিক প্রগতিশীল, মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগারিক হিসেবে নবপ্রজন্ম গঠনে খেলাঘরের কাজকে বিস্তৃত করার বিকল্প নেই। পদ্মকুঁড়ি খেলাঘর আসর অতীতের ধারাবাহিকতায় একটি বিজ্ঞানমনস্ক, অসাম্প্রদায়িক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে খেলাঘর আন্দোলনকে সামনের দিকে এগিয়ে ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। # ১১.০৬.২০২২ চট্টগ্রাম #