চলমান সংবাদ

বি এম কন্টেনার ডিপোতে বিস্ফোরণে শ্রমিক নিহত-আহত হওয়ার প্রতিবাদে ৮ জুন স্কপের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আজ বিকাল ৪টায় স্কপের অস্থায়ী কার্যালয়ে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক লীগের সহ-সাভাপতি মু. শফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন, বিএলেফ এর চট্টগ্রাম বিভাগীয় সভাপতি নুরুল আবছার ভুঁইয়া, বিএফটিইউসির চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম সম্পাদক রিজওয়ানুর রহমান খান,  ট্রেড ইউনিয়ন সঙ্ঘের মোঃ মামুন, বিজেএসএফ এর জাহিদ উদ্দিন শাহিন, শ্রমিক ফ্রন্টের হেলাল উদ্দিন কবির প্রমুখ শ্রমিক নেতৃবৃন্দ।

সভায় গত ৪ জুন রাত্রে সীতাকুন্ডে সোনাইছড়িতে অবস্থিত বি এম কন্টেনার ডিপোতে  বিস্ফোরনে  অর্ধ শতাধিক শ্রমিক নিহত ও শতাধিক শ্রমিক আহতের জন্য দায়ী মালিক এবং সংশ্লিষ্ট সরকারী দফতরের দায়িত্বপ্রাপ্তদের শাস্তি প্রদান এবং নিহত-আহতদের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে আগামী ৮ জুন সকাল ১০টায় চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।