চলমান সংবাদ

চট্টগ্রামে ডিমের বাজার চড়া

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখীতে নাকাল জনজীবন। তেল, মসলা, সবজি, মাছ, মাংসসহ সবকিছুরই দাম বাড়তি। তার ওপর এবার চড়াও হতে শুরু করেছে ডিমের বাজার। সপ্তাহের ব্যবধানে ডজনপ্রতি ডিমের দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। ফার্মের মুরগির ডিমের দাম ডজনপ্রতি ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশি মুরগির ডিমের দাম ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। নি¤œ ও মধ্যবিত্ত পরিবারগুলোর প্রতিদিনের আমিষের ঘাটতি পূরণে অন্যতম উপাদান ডিমের অস্বাভাবিক দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। ক্রেতারা বলছেন, মাছ, মাংসের ঊর্ধ্বমুখী দামের কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নিত্যদিনের খাবারের তালিকায় জায়গা নিয়েছিল ডিম। কিন্তু সেই ডিমের দামও এখন আকাশ চুম্বি। ১১-১২টাকার কমে বাজারে প্রতি পিস বয়লার মুরগির ডিম পাওয়া যাচ্ছে না। যা আগে ৮টাকা করে বিক্রি হতো। অর্থাৎ ৯৬ টাকা ডজনে বিক্রি হওয়া ডিম খুচরা বাজারে এখন বিক্রি হচ্ছে ১৩৫-১৪০ টাকায়। তবে ব্যবসায়ীরা জানান, মুরগির খাদ্য, পরিবহন খরচ ও চাহিদা বেড়ে যাওয়ায় ডিমের দাম বেড়েছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (৩ জুন) নগরের রিয়াজউদ্দীন বাজার ও কাজীর দেউড়ি কাচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি ডজন ডিম ১৫ থেকে ২০ টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ১১০ টাকায় বিক্রি হওয়া লাল ডিম বর্তমানে ডজন প্রতি ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। হাঁসের ডিমের ডজন ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। পাশাপাশি দেশি মুরগির ডিমে ২০ টাকা বেড়ে ডজনপ্রতি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে বাজারে আগের বাড়তি দরেই বিক্রি হচ্ছে সবজি। ঝিঙ্গা আর চিচিঙ্গা ৬০ টাকা, বরবটি ৭০, ঢেড়শ ৪০ থেকে ৫০, কাকরোল ৫০ থেকে ৬০, গাজর ৮০, বেগুন ৭০ থেকে ৮০, চাল কুমড়া পিস ৫০, লাউ পিস ৬০, কাঁচা পেঁপে ৫০ ও কাঁচাকলার হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারেও স্বস্তি ফেরেনি। বাজারে প্রতিকেজি রুই ৩শ, এক কেজি ওজনের ইলিশ মাছ ১৩শ থেকে ১১শ’ টাকা, তেলাপিয়া-পাঙাস ১৪০ থেকে ১৭০ টাকা, শিং মাছ আকারভেদে ৪শ’ থেকে ৫শ টাকা, শোল মাছ আকারভেদে ৪শ থেকে ৬শ, কৈ মাছ ২শ, পাবদা মাছ ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে বাজারে প্রতিকেজি চায়না রসুন ১৫০ থেকে ১৬০ টাকা, দেশি রসুন ৮০, খোলা চিনি ৮০ থেকে ৮৫ টাকা, প্যাকেটজাত চিনি ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মসুর ডাল দশ টাকা বেড়ে প্রতিকেজি ১৩০ থেকে ১৪০, আটার কেজিতে ১০ টাকা বেড়ে কেজিপ্রতি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতিকেজি ব্রয়লার মুরগির ১৩০ থেকে ১৪০ টাকা, সোনালী মুরগি ৩০০ টাকা ও লেয়ার মুরগির ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া গরুর মাংস প্রতিকেজি ৭০০ টাকা ও খাসির মাংস ৯০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
# ০৩.০৬.২০২২ চট্টগ্রাম #