চলমান সংবাদ

ভর্তি হতে পারছেন না তিন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী, ভর্তির দাবিতে চবিতে

মানববন্ধন দৃষ্টিপ্রতিবন্ধী হওয়া স্বত্ত্বেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি হতে পারছেন না তিন শিক্ষার্থী। তাদের ভর্তি করানোর দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২৩ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় প্রশাসনকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। মানববন্ধনে চবি প্রতিবন্ধী ছাত্রসমাজ, থার্ড আই এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। ভুক্তভোগী তিনজন হল ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষার্থী মো. সোহেল রানা, উৎস সিদ্দিকী এবং মো. কাজিম উদ্দিন। জাতীয় পরিচয়পত্র এবং পূর্বের একাডেমিক তথ্য অনুযায়ী তিনজনই স্বীকৃত দৃষ্টিপ্রতিবন্ধী। ২০২১ সালের ৫ নভেম্বর চবির ভর্তি পরীক্ষা দিয়েছিলেন তারা। কিন্তু ৭ মাস পর এসেও মেডিকেলের স্বীকৃতি না পাওয়ায় ভর্তি হতে পারছেন না তারা। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, আমাদের দৃষ্টিপ্রতিবন্ধীর সরকারি সনদ রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের মেডিকেল আমাদের দৃষ্টিপ্রতিবন্ধী হিসেবে স্বীকৃতি দেয়নি। যার ফলে আমরা প্রতিবন্ধি কোটায় ভর্তি হতে পারছি না। দীর্ঘদিন আমরা কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরছি। কিন্তু আমরা আশ্বাস ছাড়া আর কিছুই পাইনি। আমরা নিজেদের ন্যায্য অধিকার চাই। দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা থার্ড আই’র প্রধান মাসরুর ইশরাক বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিমের ভুলের কারণে এ প্রতিবন্ধী শিক্ষার্থীরা যোগ্য হওয়া সত্ত্বেও ভর্তি হতে পারছে না। যা রীতিমতো তাদের প্রতি অন্যায়। প্রশাসন বিষয়গুলো বুঝতে পেরেও কোনও পদক্ষেপ নেয়নি এখনও। এতে আমরা হতাশ হয়েছি। যার প্রতিবাদে আমরা মানববন্ধন করেছি। বিষয়টি সঠিক সুরাহার জোর দাবি জানাই। চবির প্রধান মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব বলেন, নিয়মানুযায়ী তাদের চেকআপ করা হয়েছিল। তাদের আপত্তি থাকলে তারা প্রশাসনের কাছে আবেদন করতে পারে। প্রশাসন বললে আমরা পুনরায় চেকআপ করব। ভুল হতেই পারে কিন্তু নিয়মের বাইরে আমরা কিছু করতে পারিনা। চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ওদের তিনজনের কাগজপত্র জমা নিয়েছি। ভর্তি কমিটির সাথে কথা বললে বুঝতে পারবো এখন ভর্তি করানো যাবে কি-না। ## ২৩.০৫.২০২২ ##