চলমান সংবাদ

শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশে বক্তারা

-বিএনপি-জামাত দেশে রাজনৈতিক-অর্থনৈতিক দুর্বত্তায়ন ঘটিয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, ১৯৮১ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন বলেই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের লুন্ঠিত মূল্যবোধ ও চেতনা পুনরুদ্ধার হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে ভাত ও ভোটের অধিকার। জনগণ মুক্তি পেয়েছে সামরিক স্বৈরাচারের দুঃশাসন থেকে। সর্বোপরি বঙ্গবন্ধুকে হত্যার পর যারা দেশকে পাকিস্তানী ভাবধারায় পরিচালিত করেছিল, তাদের হাত থেকে দেশ রাহু মুক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) বিকেলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর আন্দরকিল্লা চত্বরে অনুষ্ঠিত আনন্দর‌্যালি পূর্ব সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরো বলেন, বিএনপি ও জামাত জোট এদেশের জনগণ এবং স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতিপক্ষ অপশক্তি। এরাই দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের ভিত্তি তৈরি করে দিয়েছে। এরাই দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। বেগম জিয়ার পুত্র এবং পলাতক আসামী তারেক রহমান লন্ডনে বসে অভিজাত এলাকায় ফ্ল্যাট কিনে বিলাসবহুল জীবন-যাপন করছে। বঙ্গবন্ধু হত্যার পর থেকে বিএনপি নামক অপশক্তিটি দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে বিরামহীন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন, সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, শফিকুল ইসলাম ফারুক প্রমুখ। সমাবেশ শেষে ব্যানার, ফ্যাস্টুন, বাদ্য বাজনাসহ একটি আনন্দ র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। # ১৭.০৫.২০২২ চট্টগ্রাম #