চলমান সংবাদ

চট্টগ্রাম বন্দরে কনটেইনারে আগুন তদন্তে ৩ সদস্যের কমিটি

চট্টগ্রাম বন্দরের একটি কনটেইনারে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মে) ভোরে বন্দরের ৪ নম্বর গেট এলাকায় ইলেকট্রনিক্স পণ্যের একটি কনটেইনারে আগুন লাগার এ ঘটনা ঘটে। এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক আহম্মেদ সিকদার বলেন, চট্টগ্রাম বন্দরে ৪ নম্বর গেট এলাকায় ভোরে একটি কনটেইনারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কীভাবে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ভোরে চট্টগ্রাম বন্দরে এনসিটি জেটি সংলগ্ন ইয়ার্ডে ইলেকট্রনিক্স পণ্য বোঝাই একটি কনটেইনারে আগুন লাগে। কনটেইনারটি ছিল এটিএস লজিস্টিক লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের। কনটেইনারের ভেতর বিভিন্ন ধরনের এলইডি লাইট, টিউব লাইট, ব্যাটারিসহ বিভিন্ন ইলেকট্রিকের সরঞ্জাম ছিল। কনটেইনারটি এখন আলাদাভাবে সরিয়ে রাখা হয়েছে। কেন আগুন লেগেছে তা তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বন্দরের পরিচালক (এডমিন)কে প্রধান করা হয়েছে। টেকনিক্যাল ও ইলেকট্রনিক বিভাগের একজন করে সদস্য আছেন। ৭ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
# ১৩.০৫.২০২২ চট্টগ্রাম #