চলমান সংবাদ

বন্দরে এলো ২টি গ্যান্ট্রি ক্রেন, গতি বাড়বে কনটেইনার হ্যান্ডলিংয়ে

দেশের প্রধান সমুদ্রবন্দরের বহরে যুক্ত হলো দ্রুত ও নিরাপদে কনটেইনার হ্যান্ডলিংয়ের সর্বাধুনিক দুইটি কি গ্যান্ট্রি ক্রেন (কিউজিসি) ও তিনটি রাবার টায়ার গ্যান্ট্রি (আরটিজি)। এর ফলে চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে গতি বাড়বে বলে জানিয়েছেন বন্দরের কর্মকর্তা ও ব্যবহারকারীরা। শনিবার (৭ মে) এসব কনটেইনার হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট নিয়ে আসা জাহাজটি দুইটি শক্তিশালী টাগবোটের সহায়তায় বিশেষ ব্যবস্থায় বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের ৫ নম্বর বার্থে আনা হয়। বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, চীনে তৈরি নতুন দুইটি কিউজিসি ও তিনটি আরটিজি বন্দরে এসে পৌঁছেছে। আনলোড, ফিটিং, ট্রায়াল শেষে যত দ্রুত সম্ভব এগুলো অপারেশনে যাবে। এর ফলে বন্দরের জাহাজ ও কনটেইনার হ্যান্ডলিংয়ে গতি বাড়বে। চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটির দায়িত্ব পাওয়া শীর্ষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেকের ক্যাপ্টেন তানভীর জানান, বর্তমানে বন্দরের সিসিটিতে ৪টি এবং এনসিটিতে ১০টি কিউজিসি অপারেশনে আছে। নতুন ২টি কিউজিসি এনসিটি-৫ বার্থে বসানো হবে। আরটিজি আছে ৩৯টি। নতুন তিনটি আরটিজি রেফার ইয়ার্ডের অপারেশনে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। এসব কনটেইনার হ্যান্ডলিং ইক্যুইপমেন্টের কারণে বন্দরের কার্যক্রম আরও নিরাপদ ও গতিশীল হবে। # ০৭.০৫.২০২২ চট্টগ্রাম