চলমান সংবাদ

ঈদকে সামনে রেখে চট্টগ্রামে দাম বেড়েছে চিনি-কিসমিস-মুরগি-মসলা-পোলাও’র

রমজানের শেষ সময়ে ঈদের চাহিদাকে পুঁজি করে বাড়তি দরে বিক্রি হচ্ছে চিনি, কিসমিস, বাদামসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য। সেই সঙ্গে বেড়েছে মুরগি, পোলাও চাল আর মসলার দামও। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২৯ এপ্রিল) নগরের রিয়াজউদ্দীন বাজার ও কাজীর দেউড়ি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি চিনির দামে কেজিতে ১০ টাকা বেড়েছে। এতদিন ৮০ টাকা কেজিতে বিক্রি হওয়া চিনি শুক্রবার বিক্রি হয় ৯০ টাকায়। ৯৩০ থেকে ৯৫০ টাকায় বিক্রি হওয়া কাজুবাদাম শুক্রবার বিক্রি হয় ১ হাজার ৫০ টাকায় এবং কাঠবাদাম বিক্রি হচ্ছে মানভেদে ৮শ’ থেকে ১ হাজার টাকায়। ১০ টাকা বেড়ে ১০০ গ্রাম কিসমিস বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। লাগামহীন চিনির বাজার নিয়ন্ত্রণে গত বছরের ৯ সেপ্টেম্বর চিনির দর নির্ধারণ করে দেয় সরকার। সে হিসেবে প্রতিকেজি খোলা চিনি ৭৪ ও প্যাকেটজাত চিনি ৭৫ টাকায় বিক্রি হবার কথা। কিন্তু বাজারে এতদিন প্রতিকেজি চিনি ৮০ থেকে ৮২ টাকা কেজিতে বিক্রি হয়ে আসছিল। কিন্তু ঈদ ঘনিয়ে আসতে না আসতেই চিনির দর এখন ঠেকেছে ৯০ টাকায়। এদিকে খোলা পোলাওয়ের চাল কেজিতে ২০ টাকা বেড়ে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। ঈদে চাহিদা বাড়ায় প্রতিকেজি ব্রয়লার মুরগির দাম ১০ টাকা বেড়ে ১৬৫ থেকে ১৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তাছাড়া মসলার বাজারও অস্থির। লবঙ্গ প্রতিকেজিতে ২৫০ টাকা বেড়ে ১২শ টাকায়, এলাচ ৪শ’ টাকা বেড়ে ২৪শ’ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া জায়ফল ৫৪০, দেশি আদা ৭০, চায়না আদা ১শ’ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বেড়ে ৩০ টাকা, আমদানি পেঁয়াজ ৩৫ টাকায় এবং দেশি রসুন ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাজীর দেউরি বাজারের ব্যবসায়ী মোহাম্মদ ইকবাল বলেন, ঈদের কারণে পণ্যের দাম বাড়েনি। পণ্যের আনয়ন খরচ বেড়ে যাওয়ায় দাম বেড়েছে। এদিকে সবজির বাজারে প্রতিকেজি বেগুন ৬০, গাজর ৬০, টমেটো ৩০ টাকা, শসা ৩৫, ঢেঁড়স ৩০, বরবটি ৭০, কাকরোল ১২০, কাঁচামরিচ ৬০ ও আলু ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। # ২৯.০৪.২০২২ চট্টগ্রাম #