চলমান সংবাদ

মেয়ের মৃত্যুর তিনদিন পর আগুনে দগ্ধ বাবারও মৃত্যু

চট্টগ্রামে রান্নার চুলায় মায়ের দেওয়া কেরোসিনের আগুনে মেয়ের মৃত্যুর পর দগ্ধ বাবাও মারা গেছেন। মেয়েকে বাঁচাতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২২ এপ্রিল) রাতে আবদুল মান্নান (৪০)ও মৃত্যু হয়। এর আগে গত বুধবার (২০ এপ্রিল) বিকেলে পতেঙ্গা থানা দক্ষিণ পতেঙ্গা এলাকার দ্বীন মোহাম্মদ সওদাগর কলোনির নিজ ঘরে লাগা আগুনে দগ্ধ হয়ে মারা যায় ৭ বছরের শিশু শারমিন আক্তার মনি। মেয়েকে বাঁচাতে দগ্ধ হন আবদুল মান্নান। অবস্থার অবনতি হলে মান্নানকে নিয়ে যাওয়া হয়েছিল ঢাকায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনদিন পর তার মৃত্যু হয়। নিহত মান্নান নগরের পতেঙ্গা লালদিয়ার চর এলাকার দ্বীন মোহাম্মদ পুত্র। তিনি সম্প্রতি সময়ে লালদিয়ার চর উচ্ছেদের পর সেখানে অস্থায়ীভাবে ভাড়া নিয়ে বসবাস করছেন। ওইদিন ভয়াবহ এ আগুনে ১২টি কাঁচাবসতঘর পুড়ে যায়। পতেঙ্গা থানার ওসি কবির হোসেন বলেন, ‘গত বুধবার বিকেলে ইফতারের রান্না দ্রুত শেষ করতে গিয়ে জলন্ত লাকড়ির ওপর কেরোসিন ঢেলেছিলেন মান্নানের স্ত্রী শাহিদা বেগম। কিন্তু অসাবধানতায় কেরোসিন বেশি পড়ে গেলে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে, যা দ্রুত পুরো ঘরে ছড়িয়ে যায়। শাহিদা বেগম বের হতে পারলেও ঘরের ভেতরে থাকা শারমিন পুড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে পিতা আবদুল মান্নানও গুরুতর দগ্ধ হন।’ ওসি আরও বলেন, ‘ওইদিন চিকিৎসাধীন অবস্থায় মেয়ের মৃত্যু হয়। পরে মেয়ের বাবাকে চমেক হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হলে শুক্রবার রাতে তারও মৃত্যু হয়।’
# ২৩.০৪.২০২২ চট্টগ্রাম #