চলমান সংবাদ

সন্দ্বীপে স্পিডবোট ডুবির ঘটনার ৪৮ ঘন্টা পার হলেও নিখোঁজ তিন শিশুর সন্ধান মেলেনি

সন্দ্বীপ চ্যানেল নদীতে স্পিডবোট ডুবির ঘটনার ৪৮ ঘন্টা পার হলেও নিখোঁজ তিন শিশুর কোন সন্ধান এখনো মেলেনি। গত ২০ এপ্রিল বুধবার ২০জন যাত্রীসহ গুপ্তছড়া ঘাটের কাছাকাছি একটি স্পিডবোট ডুবে যায়। এর কিছুক্ষণের মধ্যে বোটের ১৭ জন যাত্রী উদ্ধার হয়। এরমধ্যে নুসরাত জাহান আনিকা (১২) নামে একজনের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আনিকার ৮ বছর বয়সী জমজ ভাই-বোনদের বোন আলিফা, আদিফা ও সৈকত (১০)সহ তিন শিশু নিখোঁজ হন। তাদের উদ্ধারের জন্য ঐদিন দুপুরে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের লোকজন অভিযান পরিচালনা করে সন্ধ্যায় অভিযান সমাপ্ত করেন। পরদিন বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে নৌবাহিনীর একটি ডুবুরি দল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালায়। তারাও নিখোঁজ তিন শিশুর সন্ধান পায়নি। স্পিডবোট ডুবির ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈন উদ্দিনকে আহবায়ক, সন্দ্বীপ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাকির হোসেনকে সদস্য সচিব এবং ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের একজন করে প্রতিনিধিসহ মোট চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট দাখিল করার নির্দেশনা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স¤্রাট খীসা জানান, নিখোঁজ তিন শিশুকে উদ্ধারের জন্য দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার সকাল থেকে আবারও অভিযান চলবে।
# ২১.০৪.২০২২ #