চলমান সংবাদ

চট্টগ্রামে অস্ত্র ও হত্যা মামলার ১১ বছর ধরে পলাতক আসামি কুখ্যাত ডাকাত তৈয়ব গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্র ও হত্যা মামলার ১১ বছর ধরে পলাতক আসামি কুখ্যাত ডাকাত তৈয়বকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২০ এপ্রিল) রাতে নগরীর বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৭’র একটি দল। বৃহস্পতিবার (২১ এপ্রিল) তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। তৈয়ব রাউজান থানার নোয়াপাড়া এলাকার মৃত আবদুল হক প্রকাশ বদনীর ছেলে। র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, ২০১৬ সালের ১৬ অক্টোবর রাতে রাউজানের নোয়াপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে মো. হারুন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা আয়েশা বেগম বাদী হয়ে ৫ জনকে আসামি করে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার অভিযোগপত্রে অভিযুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি মো. তৈয়ব ওরফে ডাকাত তৈয়ব। ওই মামলায় ওয়ারেন্টভুক্ত ২ নম্বর আসামি মো. জানে আলম ওরফে জানুকে (৩৬) গত ২৩ মার্চ গ্রেপ্তার করে র‌্যাব। তিনি জানান, ডাকাত তৈয়বের বিরুদ্ধে আগেরও একটি অস্ত্র মামলা রয়েছে। ওই মামলায় সে ১১ বছরের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। এরমধ্যে ২০১৬ সালে হারুন হত্যাকান্ডে অংশ নেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার তাকে বাকলিয়া থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। বৃহস্পতিবার তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।
# ২১.০৪.২০২২ চট্টগ্রাম #