চলমান সংবাদ

যানজট রোধে সিএমপি’র বিশেষ উদ্যোগ

-বাড়তি ভাড়া আদায় বন্ধে অভিযান

ঈদের দিন যতই ঘনিয়ে আসছে নগরের রাস্তায় যানজট ততই বাড়ছে। সড়কে ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকছে৷ নগরের দুই নম্বর গেইট, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, আন্দরকিল্লা, ওয়াসা মোড়, জামালখান, নিউমার্কেট, দেওয়ানহাট, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় ঘন্টার পর ঘন্টা যানজটের মুখে পড়ছেন ক্রেতারা। দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। এদিকে রমজানে অসহনীয় যানজটে নগরবাসীর দুর্ভোগ কমাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি’র ট্রাফিক বিভাগ। ঈদ যাত্রায় বাড়তি ভাড়া আদায় করা হলে অভিযান চালিয়ে ব্যবস্থা নিবে সিএমপি। অস্থায়ীভাবে কাউন্টার বা মৌসুমী কাউন্টার স্থাপন করে টিকেট বিক্রি করা যাবে না বলে নির্দেশ দিয়েছে সিএমপির ট্রাফিক বিভাগ। রোববার (১৭ এপ্রিল) দুপুরে সিএমপির গণসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয় জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান ও ঈদ’কে সামনে রেখে কোন অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাড়তি ভাড়া আদায় বন্ধে অভিযান চালাবে ট্রাফিক পুলিশ। তাছাড়া ঈদের ছুটিকে সামনে রেখে অস্থায়ীভাবে কাউন্টার বা মৌসুমী কাউন্টার স্থাপন করে টিকেট বিক্রি করা যাবে না। ঈদকে সামনে রেখে স্বল্পপাল্লার (সিটি সার্ভিস বা টাউন সার্ভিস) বাস দিয়ে দূরপাল্লার রুটে যাত্রী পরিবহন করা যাবে না। নগরের সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং বা যাত্রী ওঠানামা করা যাবে না এবং অবৈধ পার্কিং-এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মার্কেট কেন্দ্রিক সকল ধরনের মালামাল লোড-আনলোড রাত ১২ টা থেকে সকাল ৭ টার মধ্যে সম্পন্ন করতে হবে এবং নির্দিষ্ট সময়ের বাহিরে কোন মালামাল লোড-আনলোড করা যাবে না। রমজান মাসে প্রত্যেক মার্কেটের সামনে আগত ও গমনাগমনকৃত যানবাহন ব্যবস্থাপনা ও যানজট নিরসনে মার্কেট ব্যবসায়ী মালিক সমিতি পর্যাপ্ত সংখ্যক জনবল বা সিকিউরিটি নিয়োগ করে তাদের কার্যক্রম তদারকি করতে হবে। সিএমপি থেকে আরও জানানো হয়, যানজট এড়াতে দূরপাল্লার সব যাত্রীবাহী বাস বিকল্প সড়ক হিসেবে বায়েজিদ লিঙ্ক রোড ব্যবহার করবে। নগরের ভেতর স্থাপিত বাস কাউন্টারগুলোর সামনে ১০ মিনিটের বেশি কোন বাস যাত্রী তুলতে পারবে না। টেরিবাজার-চাক্তাই-খাতুনগঞ্জের যানজট নিরসনেও নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। পাশাপাশি মার্কেট কেন্দ্রীক যানজট নিরসনে সড়কে সব ধরনের পার্কিংয়ের ব্যবস্থা নিষিদ্ধ করা হয়েছে। রমজান মাসে খাতুনগঞ্জগামী মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যানগুলো টেরিবাজার রোড দিয়ে প্রবেশ না করে জেল রোড (শাহ আমানত মাজার রোড) দিয়ে খাতুনগঞ্জে প্রবেশ করবে এবং লোড-আনলোড শেষে সকল গাড়ি মেরিন ড্রাইভ রোড দিয়ে বের হয়ে যাবে। চাক্তাইগামী মালবাহী সকল ট্রাক ও কাভার্ডভ্যানগুলো রাজাখালী রোড দিয়ে প্রবেশ করবে এবং লোড-আনলোড শেষে সকল গাড়ি চাকতাই রোড ব্যবহার করে মেরিন ড্রাইভ রোড দিয়ে হয়ে রে হয়ে যাবে। নগরীর দামপাড়া গরিবুল্লাহ শাহ মাজারকেন্দ্রীক দূরপাল্ল­াগামী এসি বাসগুলো স্কুল চলাকালীন জাকির হোসেন রোড ব্যবহার না করে বায়েজিদ লিংক রোড ব্যবহার করবে এবং যাত্রী ওঠানামার জন্য প্রতি কাউন্টারের সামনে একটি বাস ১০ মিনিটের বেশি সময় দাঁড়াতে পারবে না। সকাল ৮টা থেকে রাত ১০ টার মধ্যে আন্তঃজেলার কোন নন-এসি বাস শহরের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না। তাছাড়া কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান হতে ঢাকা বা দূরবর্তী জেলার যাত্রীবাহী বাসগুলো বায়েজিদ লিংক রোড দিয়ে চলাচল করবে।
# ১৭.০৪.২০২২ চট্টগ্রাম #