চলমান সংবাদ

ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা, স্থায়ী রেশনিং ব্যবস্থা, টিসিবি’র ন্যায্য মূল্যের দোকান চালু এবং ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার দাবিতে সিপিবি চট্টগ্রাম জেলার সমাবেশ।

রেশনিং ব্যবস্থা, টিসিবি’র পর্যাপ্ত ন্যায্য মূল্যের দোকান চালু, কঠোর হাতে সিন্ডিকেট দমন, ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস দেয়া এবং গণতন্ত্র ও ভোটাধিকার দাবিতে আজ ১৬ এপ্রিল, ২০২২ শনিবার বিকাল ৪ টায়, চেরাগি পাহাড় চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি কমরেড অশোক সাহা’র সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর, সম্পাদক মন্ডলীর সদস্য উত্তম চৌধুরী, মোঃ মছি উদ-দৌলা, ফরিদুল ইসলাম, কোতোয়ালি থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষ সংকটে আছে। মানুষের ন্যূনতম বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সেই ক্রয় ক্ষমতাও তার নাগালের বাইরে চলে গেছে।আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় মানুষ নৈমিত্তিক জীবন যাপন করতে হিমশিম খাচ্ছে। দেশে ‘আধাপেট খাওয়া মানুষের সংখ্যা বাড়ছে’। বাজার আজ মধ্যস্বত্বভোগী এবং সিন্ডিকেটের দখলে। সরকারের সে বিষয়ে কোনো নিয়ন্ত্রণ নেই। উপরন্তু এদের ওপর ভরসা করেই সরকার টিকে আছে।দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মধ্যস্বত্বভোগী চক্র ভাঙতে হলে “উৎপাদক সমবায় ও ক্রেতা সমবায় ব্যবস্থা” গড়ে তুলতে হবে। রাষ্ট্রীয় উদ্যোগে নিত্যপণ্যের বাফার স্টক গড়ে তুলতে হবে। স্বল্প আয়ের মানুষকে বাঁচাতে সারাদেশে পর্যাপ্ত ন্যায্যমূল্যের দোকান ও রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। টিসিবির গাড়ির সংখ্যা বাড়াতে হবে। অতি দরিদ্রদের নগদ সহায়তা দিতে হবে। শ্রমিকদের পুরো মাসের বেতন ও ঈদের আগে বোনাস দিতে হবে।

সমাবেশে বক্তারা ভাত ও ভোটের অধিকার আদায়ে গণসংগ্রাম গড়ে তুলতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দুর্নীতি, লুটপাট, ঋণখেলাপিদের দৌরাত্ব টাকা পাচার আর মেগা প্রজেক্ট দেশকে সংকটের দিকে নিয়ে যাবে। এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।ভাত ও ভোটের অধিকার আদায়ে গণসংগ্রাম বেগবান করতে হবে।মানব মুক্তির জন্য চলমান দুঃশাসনের অবসান ঘটিয়ে বাম গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আনতে হবে