চলমান সংবাদ

দ্রব্যমূল্যের অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া প্রয়োজন- মেয়র

দ্রব্যমূল্যের অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আহবান জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, রমজান মাসের শুরু থেকেই কিছু অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজারে অস্থিরতা সৃষ্টির পায়তারা হচ্ছে। এটা অত্যন্ত দু:খজনক। যেকানে পৃথিবীর অন্য দেশগুলোতে রমজান ও বিভিন্ন উৎসবের পূর্বে বাজার, বিপনী বিতানসমূহে মূল্যহ্রাস দেয়া হয় এবং জনসাধারণের জন্য নিত্যপণ্য পাওয়া ও সহজলভ্য করা হয়। শুধুমাত্র আমাদের দেশেই এর উল্টোটা দেখা যায়। অর্থাৎ সিয়াম সাধনার এই পবিত্র মাসে কিভাবে একজন সাধারন মানুষকে ঠকানো যায়, অসাধু ব্যবসায়ীরা সেই চেষ্টায় করে যান। এই মহলটিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া প্রয়োজন। তিনি এ বিষয়ে চসিকের ভ্রম্যমান আদালতের কার্যক্রমে আরো জোরদার করে ব্যাপকভাবে বাজার মনিটরিং করা হবে বলে জানান। রোববার (১০ এপ্রিল) বিকেলে নগরীর পাঠানটুলী দীন মোহাম্মদ কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ব্যবস্থাপনায় ইফতার সামগ্রি বিতরনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর, সদস্য হাজী দোস্ত মোহাম্মদ, ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজী ইদ্রিছ কাজেমী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু, সহ-সভাপতি আবদুর রশিদ লোকমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। স্বেচ্ছাসেবক লীগ সংগঠক মোহাম্মদ জাহেদের সভাপতিত্বে এবং উদ্যোগে এই ইফতার সামগ্রি বিতরণ করা হয়।