চলমান সংবাদ

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নগরের কোতোয়ালী থানার লালখান বাজার ফ্লাইওভারের মুখে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মো. ইকবাল উদ্দীন চৌধুরী ও তার স্ত্রী সখিনা ফাতেমা নিহত হয়েছেন। নিহতরা হলেন- নগরের কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দুই মোটরসাইকেল আরোহী আখতারুজ্জামান ফ্লাইওভারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় বাইক আরোহী দুজন ছিটকে সড়কে পড়ে যায়। এতে দুজনের মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এরপরও স্থানীয়রা দুর্ঘটনা কবলিত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, লালখানবাজার আখতারুজ্জামান ফ্লাইওভারের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক নারীসহ দুই বাইক আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। চাপা দেওয়া ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এদিকে চট্টগ্রামের সীতাকুন্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় কিশোরীসহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাইপাস এলাকা ও বড় দারোগার হাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১২ টার দিকে বড় দারোগার হাট বাজারে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় অপর একটি কাভার্ডভ্যানের হেলপার মো. লিটন মিয়ার (২৮) মৃত্যু হয়। কার্ভাডভ্যান দুটি ঢাকাগামী ছিল। একটি অপরটির পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়ির চালকও গুরুতর আহত হন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত লিটন ভোলা জেলার দৌলতখান থানার পশ্চিম জয়নগর গ্রামের মো. আবদুর রবের পুত্র। অন্যদিকে রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় শামিমা আক্তার (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়। তিনি সীতাকুন্ড থানার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামের মনির আহমেদের মেয়ে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
# ০৬.০৪.২০২২ চট্টগ্রাম #