চলমান সংবাদ

নকল ধরায় চবি শিক্ষককে হত্যার হুমকি ছাত্রলীগ নেতার

পরীক্ষায় নকল ধরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগের প্রভাষক মো. তানভীর হাসানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চবি ছাত্রলীগ নেতা রাজু মুন্সীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক বিশ্ববিদ্যালয় চবি প্রক্টর বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে ওই শিক্ষককে মুঠোফোনে হুমকি দেন এই ছাত্রলীগ নেতা। রাজু মুন্সী ছাত্রলীগের উপ-গ্রুপ ‘সিক্সটি নাইন’ গ্রুপের নেতা হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

নাট্যকলা বিভাগের প্রভাষক তানভীর হাসান মিথুন বলেন, ‘আমি কিছুদিন আগে বাংলা বিভাগে গেস্ট টিচার হিসেবে ওই বিভাগের পরীক্ষায় ডিউটি করতে গিয়ে এক শিক্ষার্থীকে নকল করার কারণে বহিষ্কার করি। ছাত্রটা মোবাইল থেকে নকল করছিল।

সোমবার দুপুরে রাজু মন্সুী নামে এক নেতা আমাকে মুঠোফোন হুমকি-ধামকি দেয়া শুরু করে। আমাকে মারার জন্য নাকি সে সুপারি নিয়েছে। আমি ক্যাম্পাসে আসলে সে নাকি আমাকে মারবে। আমার বিভাগ ভাঙচুর করবে। তার নাকি মুখ থেকে হাত চলে বেশি। হুমকির এক পর্যায়ে আমি যখন জানতে চাই সে কেন এভাবে কথা বলছে। তখন সে বলে, আমাকে নাকি শিক্ষক বানিয়েছে সে। সে বলেছে, ‘আমি কি তোকে আমাদের ছেলেদের নকল ধরার জন্য শিক্ষক বানিয়েছি?’

তখন আমি জিজ্ঞেস করি তুমি কোথায় আছ? আমি তার সঙ্গে সরাসরি দেখা করতে চাইলে আমাকে সে প্রশাসনিক ভবনের সামনে আসতে বলে। পরে আমি সেখানে গিয়ে তার সাথে দেখা করি। তার পিছনে নকল করা ওই ছাত্রটাও ছিল। এসময় সে আমাকে আবারও হুমকি-ধামকি দিতে থাকে। পরে আমি বিষয়টি শিক্ষক সমিতি ও প্রক্টরকে অবহিত করি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা রাজু মুন্সীর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি বারবারই সংযোগ বিছিন্ন করে দেন।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘এ বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। একজন শিক্ষককে এভাবে হুমকি কখনোই কাম্য নয়। আমরা অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।’

# ০৪.০৪.২০২২ চট্টগ্রাম #