চলমান সংবাদ

চসিক’র স্বাধীনতা স্মারক পদক পেলেন ৬ বিশিষ্ট নাগরিক

রাষ্ট্র ও সমাজে অনন্য অবদানের জন্য চট্টগ্রামের ৬ বিশিষ্ট নাগরিক ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা স্মারক সম্মাননা পদক ২০২২ দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন-চসিক। বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় চসিক’র পুরাতন নগর ভবনের কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ পদক দেওয়া হয়। এ বছর স্বাধীনতা স্মারক সম্মাননা পদক পেয়েছেন স্বাধীনতায় এমএ ওহাব (মরণোত্তর), মুক্তিযুদ্ধে এসএম ইউসুফ (মরণোত্তর), চিকিৎসায় অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলাম, সাংবাদিকতায় হেলাল উদ্দিন চৌধুরী, সংস্কৃতিতে ওস্তাদ জগদানন্দ বড়–য়া (মরণোত্তর), ক্রীড়ায় নজরুল ইসলাম লেদু, সমাজসেবায় আল মানহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ। স্বাধীনতা স্মারক সম্মাননা পদকপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সদস্যদের হাতে পদক তুলে দেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। চসিক’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব খালেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার বেগম। বক্তব্য দেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু, সমাজকল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি আবদুস সালাম মাসুম, ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াছ, হাসান মুরাদ বিপ্লব, মো. নুরুল আমিন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, ফেরদৌসী আকবর, সংবর্ধিত অতিথি পেশাজীবী সংগঠক ডা. একিউএম সিরাজুল ইসলাম চৌধুরী, সিনিয়র সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী ও আল মানাহিলের পক্ষে আবুল কালাম আজাদ। মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ৩০ লাখ মানুষের প্রাণের বিনিময়ে, ৩ লাখ মা-বোনের সম্ভ্রম উৎসর্গ করে এবং কোটি মানুষের সর্বস্ব ত্যাগের ফসল আমাদের স্বাধীনতা। বাঙালির এই শ্রেষ্ঠ অর্জনকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে হবে। সবার অবদানের স্বীকৃতি দিতে হবে। যে জাতি গুণীদের সম্মান করতে পারে না সেই জাতি উন্নত হতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নের চাকাকে সচল রাখতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
# ০১.০৪.২০২২ চট্টগ্রাম #