চলমান সংবাদ

সিআরবিতে হাসপাতাল আমাদের রক্তের ওপর করতে হবে- ইঞ্জিনিয়ার মোশাররফ

সিআরবিতে বেসরকারী হাসপাতাল নির্মানের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়ামের সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন
প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত হেরিটেজ জোন ঘোষিত সিআরবিতে হাসপাতাল হলে রক্তের ওপর করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। রোববার (২৭ মার্চ) বিকেলে সিআরবিতে নাগরিক সমাজ আয়োজিত ‘সিআরবি রক্ষা আন্দোলন’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, আমরা কেউ হাসপাতালের বিরোধিতা করছি না। হাসপাতাল হোক, তবে এই জায়গায় (সিআরবি) নয়। এই জায়গায় যদি হাসপাতাল হয় তাহলে আমাদের রক্তের ওপরে তা করতে হবে। আমরা এক বিন্দুও ছাড় দেব না। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই হেরিটেজ রক্ষা করবো। সিআরবিতেই হাসপাতাল করতে হবে- এটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। এই ষড়যন্ত্রকে আমরা চট্টগ্রামবাসী রুখে দেব। হাসপাতালের জন্য বিকল্প জায়গা প্রস্তাব করে ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, প্রয়োজনে আমি জায়গা দেখিয়ে দিচ্ছি। চট্টগ্রাম হাজী ক্যাম্প তো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেখানে হাসপাতাল করা যায়। প্রধানমন্ত্রীর সাথে কথা হলে আমি তাঁকেও জায়গাটি দেখিয়ে দেব। সিআরবিতে আমরা পাখির কিচিরমিচির শব্দ শুনতে চাই। এখানে চাইলে একটা যাদুঘর হতে পারে, কিন্তু অন্যকিছু হতে পারবে না। বক্তব্যের শেষে সিআরবি রক্ষা আন্দোলনে নিজের একাত্মতা ঘোষণা করে সিআরবিকে রক্ষায় সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন এ প্রবীণ আওয়ামী লীগ নেতা। নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন প্রমুখ।
# ২৭.০৩.২০২২ চট্টগ্রাম #