চলমান সংবাদ

২৬ মার্চ কানাডা-টরেন্টো রুটে বিমানের পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট

– জনগণের টাকায় প্রমোদ ভ্রমণ

কানাডা-টরেন্টো রুটে বাংলাদেশ বিমাণের পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট চালু হচ্ছে বলে বাংলাদেশ বিমান সূত্রে জানা গেছে। এ উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী এম মাহাবুব আলী, মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হোসেন সহ বাংলাদেশ বিমানের প্রায় ২৫ থেকে ৩০ জন কর্মকর্তা এবং মন্ত্রীর পরিবারের সদস্যদের একটি বহর আগামী ২৬ মার্চ টরেন্টো পৌঁছাবেন।

কানাডায় অফিস ভাড়া নেয়া এবং জেনারেল সেলস এজেন্ট নির্বাচন করার জন্য মন্ত্রী এবং কর্মকর্তারা যাচ্ছেন। তবে সংশ্লিষ্ট মহল মনে করেন অফিস ভাড়া না নিয়ে এবং জেনারেল সেলস এজেন্ট নির্বাচন না করে পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট চালু করার অর্থ হচ্ছে ঘোড়ার আগে গাড়ি কেনার মতন বলে সংশ্লিষ্ট মহল মনে করেন।

তাই যথাযথ পরিকল্পনা না নিয়ে পরীক্ষামূলক পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট চালু করা নিয়ে শুরু ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে। মন্ত্রীর পরিবারেরসদস্য সহ বিমান কর্মকর্তাদের বিরাট বহর দেখে কেউ কেউ এ বিষয়টিকে জনগণের টাকায় প্রমোদ ভ্রমণ হিসাবে উল্লেখ করেছেন।

# ২৩/০৩/২০২২, ঢাকা #