চলমান সংবাদ

লাইটার জাহাজডুবি: আরও একজনের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিমেন্ট ক্লিংকার বোঝাই লাইটার জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ চার নাবিকের মধ্যে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের ছোয়াখাল সংলগ্ন বঙ্গোপসাগরের উপকূল থেকে নুরুল আফসার ওরফে লাভলু নামে ৩৮ বছর বয়সী ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয় বলে নৌ পুলিশের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত সুপার কীর্তিমান চাকমা জানান। আফসার ডুবে যাওয়া ‘এমভি টিটু-১৪’ জাহাজের গ্রিজার ছিলেন। সমুদ্র উপকূলে লাশ ভেসে ওঠার পর স্বজন ও সহকর্মীরা তার পরিচয় শনাক্ত করেন। এর আগে সোমবার দুপুরে হানিফ শেখ (২৫) নামে আরও একজনের লাশ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে নিখোঁজ চার জনের মধ্যে দুই জনের লাশ উদ্ধার করা হল। নৌ পুলিশ কুমিরা ফাঁড়ির পরিদর্শক একরাম উল্লাহ জানান, নিখোঁজদের সন্ধানে লাইটারেজ শ্রমিক ইউনিয়ন ও নিখোঁজদের পরিবারের সদস্যরা বোট নিয়ে সাগরের বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছিলেন। মঙ্গলবার দুপুরে সমুদ্রের সন্দ্বীপ চ্যানেলে একটি লাশ ভাসতে দেখে তারা পুলিশকে জানান এবং লাশটি সাগর পাড়ে নিয়ে আসেন। “নুরুল আফসারের চুল ও গোঁফ দেখে সহকর্মী ও স্বজনরা তার লাশ শনাক্ত করেন। সহকর্মীরা জানিয়েছেন, অন্য যে দুজন নিখোঁজ আছেন, তাদের মুখে দাড়ি আছে। কিন্তু আফসারের মুখে দাড়ি ছিল না। সহকর্মীদের সাথে স্বজনরাও পরিচয় নিশ্চিত করেছেন।” বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম উদ্দিন জানান, গত শুক্রবার লাইটারেজ ডুবির পর বিভিন্ন স্থান থেকে নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। চারজনের খোঁজে তাদের সংগঠনের সদস্যরা নৌযান নিয়ে সাগরে খোঁজ চালিয়ে আসছিলেন। সোমবার যে জায়গায় হানিফের লাশ পাওয়া গিয়েছিল, তার কয়েক কিলোমিটারের মধ্যেই আফসারের লাশের সন্ধান মেলে বলে জানান তিনি। জসীম বলেন, মঙ্গলবার সাগরে তল্লাশি চালানোর সময় তাদের সাথে নুরুল আফসারের ছেলে এবং ছোট ভাইও ছিলেন। সাগরে লাশ ভাসতে দেখে তারা সেটি উল্টে পরিচয় নিশ্চিত হন এবং লাশটি তীরে নিয়ে আসেন। গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে অন্য একটি নৌযানের ধাক্কায় ডুবে যায় আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন লাইটার জাহাজ এমভি টিটু-১৪। জাহাজটি সিমেন্টের ক্লিংকার বোঝাইয়ের পর গন্তব্য যাওয়ার আগে বন্দরের আলফা অ্যাংকরেজে (বে টার্মিনালের জন্য নির্ধারিত অংশে) অপেক্ষা করছিল। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ।
# ২৩.০৩.২০২২ চট্টগ্রাম #