চলমান সংবাদ

বেপরোয়া গতিতে ডাম্পার ট্রাক চালাচ্ছিলেন লাইসেন্সবিহীন পঙ্গু রিপন, কেড়ে নিল তরতাজা ৫ তরুণের প্রাণ

১৬ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় অকার্যকর এক পা নিয়ে, ভারী যান চালানোর লাইসেন্স ছাড়াই, বদলি চালক হিসেবে বেপরোয়া গতিতে ডাম্পার ট্রাক চালাচ্ছিলেন মোহাম্মদ রিপন (৩১)। এক পায়ের শক্তি নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক চালাতে নেমেছিল ওই চালক। গত সোমবার (২১ মার্চ) কক্সবাজারের পেকুয়া থেকে নিয়ন্ত্রণহীনভাবে ট্রাক চালিয়ে লোহাগাড়ায় এসে বিপরীতমুখী প্রাইভেটকারকে সামনে থেকে ধাক্কা দেয়। প্রথম ধাক্কায় প্রাইভেটকারটি থেমে যায়। এসময় রিপনের ডান পা অকেজো থাকায় সে ব্রেক কষতে পারেনি এবং ট্রাকটি সম্পূর্ণভাবে কারের ওপর উঠে যায়। ঘটনাস্থলে হারিয়ে যায় তরতাজা ৫ তরুণের প্রাণ, যাদের বয়স এখনো ত্রিশের কোটায়। চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকচাপায় প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তারের পর মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে র‌্যাব এসব বিষয় জানায়। ঘটনার ১৮ ঘণ্টার মধ্যে র‌্যাব সেই ট্রাক চালক মোহাম্মদ রিপন (৩১)কে গ্রেপ্তার করে। মঙ্গলবার (২২ মার্চ) ভোরে নগরীর ডবলমুরিং থানার রশিদ বিল্ডিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিপনের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার মহেশখালী গ্রামে, তিনি থাকতেন চট্টগ্রাম নগরীর নিমতলা এলাকায়। সোমবার (২১ মার্চ) ভোরে লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকায় মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে পাঁচ বন্ধু নিহত হন। নিহতরা হলেন- হারুনর রশিদ হীরণ (২৬), মুহাম্মদ হুমায়ুন (২৫), খোরশেদ আলী সাদ্দাম (৩১), রিজভী শাকিব (২৬) এবং মনছুর আলী (২৩)। পাঁচ বন্ধু চট্টগ্রাম শহর থেকে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। ট্রাক চালককে গ্রেপ্তারের পর মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে র‌্যাব চট্টগ্রাম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জানান, দুর্ঘটনার পর রিপন ঘটনাস্থল থেকেই পালিয়ে চট্টগ্রাম নগরীতে চলে আসে। রাতে সে নগরীর ডবলমুরিং থানার রশিদ বিল্ডিং এলাকায় এক বাসায় আত্মগোপন করে থাকার সংবাদ পায় র‌্যাব। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ৎরিপনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি জানান, রিপন ২০০৪ সালে ভোলা থেকে চট্টগ্রাম নগরীর নিমতলায় এসে হিউম্যান হলারের চালকের সহকারী হিসেবে কাজ শুরু করে। ২০১৫ সাল পর্যন্ত সহকারী হিসেবেই ছিল। তবে মাঝে মাঝে গাড়িও চালাত। ২০০৬ সালে হেলপার থাকা অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। তার ডান পা সম্পূর্ণ অকেজো হয়ে যায়। কিন্তু ২০১৫ সালে তাকে হালকা যানবাহন চালানোর জন্য বিআরটিসি থেকে লাইসেন্স পায়। এরপর ভারী যানবাহন চালানোর লাইসেন্সের আবেদন করলে শারীরিক অযোগ্যতা বিবেচনায় দেওয়া হয়নি। র‌্যাব কর্মকর্তা এম এ ইউসুফ বলেন, ভারী যানবাহন চালানোর লাইসেন্স ছাড়াই রিপন ভারী যানবাহন চালাতে শুরু করে। সম্প্রতি কক্সবাজার জেলার পেকুয়ায় মেরিন ড্রাইভ ও চারলেনের সড়ক নির্মাণের পাথর পরিবহনের কাজে যুক্ত হয়। ভারী ডাম্পার ট্রাক চালানোর কোনো অভিজ্ঞতা এবং লাইসেন্স না থাকার পরও তাকে এ কাজে যুক্ত করা হয়। ঘটনার দিন ওই ডাম্পার ট্রাকের মূল চালক ছিল মো. নুরনবী। কিন্তু নূরনবী টানা ১০দিন নির্ঘুম থেকে গাড়ি চালানোর কারণে ক্লান্ত থাকায়, গাড়ি চালানোর দায়িত্ব মালিকের অনুমতি সাপেক্ষে পরিবর্তন করে বদলিকৃত চালক মো. রিপনকে দেওয়া হয়। গত সোমবার মূল চালকের বদলি হিসেবে ডাম্পার ট্রাক নিয়ে পেকুয়ায় গিয়ে পাথর খালাস করে আবার ফিরে আসছিল রিপন। আমরা জানতে পেরেছি, শুরু থেকেই সে নিয়ন্ত্রণহীনভাবে ট্রাক চালাচ্ছিল। লোহাগাড়ায় এসে বিপরীতমুখী প্রাইভেটকারকে সামনে থেকে ধাক্কা দেয়। প্রথম ধাক্কায় প্রাইভেটকারটি থেমে যায়। এসময় রিপন যদি ব্রেক কষে ট্রাক থামাতে পারত, তাহলে প্রাণহানি হত না। কিন্তু ডান পা অকেজো থাকায় সে ব্রেক কষতে পারেনি এবং ট্রাক সম্পূর্ণভাবে কারের ওপর উঠে যায়। দুর্ঘটনার সময় ট্রাকে কোনো সহকারী ছিল না এবং রাস্তার বাম পাশ থেকে নিয়ন্ত্রণহীনভাবে ডান পাশে গিয়ে রিপন দুর্ঘটনা ঘটায়। গ্রেপ্তার রিপনকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। # ২২.০৩.২০২২ চট্টগ্রাম #