চলমান সংবাদ

সংসার করা হলো না সেই ফাহমিদার, চলে গেলেন অন্তিম যাত্রায়

ক্যানসার আক্রান্ত ফাহমিদা কামাল নাকে অক্সিজেনের নল লাগিয়ে লালশাড়ি হাসপাতালের কেবিনে বিয়ে করেছিলেন প্রেমিক মাহমুমুদল হাসানকে। মাত্র ১২ দিন আগে পরা লাল শাড়ি ছেড়ে সাদা কাফন শরীরে জড়িয়ে শায়িত হলেন চির নিদ্রায়। বিয়ের মেহেদির রং হাতে নিয়েই পৃথিবী ছেড়ে চলে গেলেন ক্যান্সারে আক্রান্ত সেই ফাহমিদা। সোমবার (২১ মার্চ) সকালে বেসরকারি হাসপাতাল মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ৯ মার্চ উভয় পরিবারের সম্মতিতে হাসপাতালের কেবিনে ফাহমিদার সঙ্গে তার প্রেমিক মাহমুদুলের বিয়ে হয়। কিন্তু ভালোবসার মানুষকে নিয়ে সংসার শুরু করা আর হলো না তাদের। ১২ দিন না পেরুতেই এলো দুঃসংবাদ। অবশেষে ক্যান্সারের কাছেই হেরে গেলেন ফাহমিদা কামাল। পরিবার সূত্রে জানা গেছে, নগরীর বাকলিয়ার বাসিন্দা ২৬ বছর বয়সী ফাহমিদা কামাল চট্টগ্রামের বেসরকারি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিডঁ থেকে এমবিএ করেন। শিক্ষাজীবনেই ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ করা মাহমুদুল হাসানের সঙ্গে ফাহমিদার পরিচয়, পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। স্বপ্ন ছিল প্রেমিক মাহমুদুল হাসানের সঙ্গে ঘর বাঁধার। দুই পরিবারের মধ্যে তাদের সম্পর্কের বিষয়ে জানাজানি হলে তাদের বিয়ের কথাবার্তাও হয় ২০২০ সালের শেষ দিকে। কিন্তু গত বছরের (২০২১) জানুয়ারি মাসে ফাহমিদার রেকটাম ক্যান্সার ধরা পড়ে। ঢাকায় এবং ভারতে নিয়ে কয়েক দফা চিকিৎসার পর জীবনের শেষ সময়টুকু ফাহমিদার কেটেছে চট্টগ্রামে মেডিকেল সেন্টারে। ক্যান্সার আক্রান্ত ফাহমিদার নিশ্চিত মৃত্যু জেনেও তাকে ছেড়ে যাননি মাহমুদুল। ফাহমিদার ইচ্ছা এবং স্বপ্নকে সম্মান জানাতে বিয়ের সিদ্ধান্ত নেন। হাসপাতালের শয্যায় ফাহমিদাকে বিয়ে করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন মাহমুদুল। তাদের পাশে ছায়া হয়ে ছিল দুই পরিবারও। বধূবেশে লাল শাড়িতে ফাহমিদা ও পাঞ্জাবি পরা বর মাহমুদুলের বিয়ের সেই ছবি ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। ফাহমিদার চাচা ইউসুফ সালাম জানান, বিয়ের পাঁচ দিন পর ১৪ মার্চ ফাহমিদাকে হাসপাতাল থেকে বাসায় ফিরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরদিনই তাকে আবার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কেবিনে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রোববার রাতে অবস্থার আরও অবনতি হলে তাকে কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখান থেকে আর ফিরতে পারেননি ফাহমিদা। সোমবার সকালে সে মারা যায়। বিকেলে দক্ষিণ বাকলিয়া চর চাক্তাইয়ে হাজী আবদুস সালাম মাস্টারের বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

# ২১.০৩.২০২২ চট্টগ্রাম #