চলমান সংবাদ

র‌্যাব’র মেজর, আইজিপি’র ভাই পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

র‌্যাব’র মেজর ও পুলিশ প্রধানের (আইজিপি) ভাই পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২০ মার্চ) রাতে চট্টগ্রাম নগরীর খুলশী থানার নাসিরাবাদ থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে মো. মিনহাজ (৩৮) ও আবু বশর (৫৫)। মিনহাজের বাসা নগরীর হালিশহরে এবং বশরের বাড়ি বোয়ালখালী উপজেলায়। র‌্যাব জানায়, আবু বশর মিনহাজকে কখনো সেনাবাহিনীর মেজর, কখনো র‌্যাব কর্মকর্তা, আবার কখনো পুলিশের বর্তমান আইজির ছোট ভাই, তার আরেক ভাই নৌবাহিনীর কর্মকর্তা- এসব পরিচয়ে বিভিন্নজনের কাছে নিয়ে যেত। গত চার-পাঁচ বছর ধরে তারা এভাবে ভুয়া পদ-পদবি ব্যবহার করে চট্টগ্রামের কয়েকজন ব্যবসায়ী-শিল্পপতির সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। ব্যবসায়ীদের সঙ্গে বিভিন্ন অভিজাত রেস্তোরায় বসে নিয়মিত আড্ডা দিতেন এবং বিভিন্ন কাজের কথা বলে টাকা-পয়সা হাতিয়ে নিতেন। র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, চট্টগ্রামে সম্প্রতি কামাল মানিক নামে এক ব্যবসায়ী পাহাড় কাটছিলেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় কামাল মানিকের পক্ষ নিয়ে মিনহাজ ও বশর গণমাধ্যমের কর্মীদের হুমকি-ধমকি দেন। গত ১৬ মার্চ গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি, র‌্যাবের কথিত মেজর ও আইজিপির ভাই পরিচয় ব্যবহার করে হুমকি দিয়ে প্রতারণা করে আসছে। যার ফলে জনসাধারণের মনে র‌্যাব ও পুলিশ বাহিনীর প্রতি নেতিবাচক মনোভাব সৃষ্টি হচ্ছে। তদন্তে নেমে সোর্সের তথ্যের ভিত্তিতে রোববার রাতে নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতারককে আটক করি। আটকের পর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা নিজেদেরকে কখনো র‌্যাবের মেজর ও কখনও পুলিশ প্রধানের ছোট ভাই পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে অসাধুভাবে লাভবান করার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করতো। গ্রেপ্তার দু’জনকে খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।
# ২১.০৩.২০২২ চট্টগ্রাম #