চলমান সংবাদ

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ মার্চ  হরতালের সমর্থনে নগরীর ১৫ টি পয়েন্টে বাম  জোটের পথসভা ও ট্রাকমিছিল

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ও গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধের দাবিতে আগামী ২৮ মার্চ বামজোট আহুত  অর্ধদিবস হরতালের সমর্থনে আজ বিকাল ৪ টা হতে নগরীর ১৫ টি পয়েন্টে পথসভা ও ট্রাকমিছিল করেছে   বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা।নগরীর সিনেমা প্যালেসে উদ্বোধনী সমাবেশের পর ট্রাক প্রচার শুরু হয় এবং আন্দরকিল্লাহ, চকবাজার,গুলজার মোড়,বহদ্দারহাট,মুরাদপুর,আতুরার ডিপো,অক্সিজেন,বায়েজিদ, শেরশাহ,টেক্সটাইল,২ নং গেইট,জিইসি,ওয়াসা,কাজীরদেউরী সহ ১৫ টি পয়েন্টে পথসভা ও প্রচারপত্র বিলি হয়। অনুষ্ঠিত হয়।এসব পথসভায় বক্তব্য রাখেন  বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা সমন্বয়ক ও সিপিবি জেলা সভাপতি কমরেড অশোক সাহা, বাসদ(মার্কসবাদী) জেলা সদস্যসচিব শফি উদ্দিন কবির আবিদ,বাসদ জেলা ইনচার্জ আল কাদেরী জয়,সিপিবি জেলা সহসাধারণ সম্পাদক নূরুচ্ছফা ভূঁইয়া, সিপিবি জেলা নেতা উত্তম চৌধুরী,বাসদ(মার্কসবাদী) নেতা জাহেদুন্নবী কনক,বাসদ নেতা হেলাল উদ্দিন,আকরাম হোসেন,রায়হান উদ্দিন,আহমেদ জসিম,ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি এ্যানি সেন,ছাত্র ফ্রন্ট নেতা প্রীতম বড়ুয়া,ঋজু লক্ষী অবরোধ।

বক্তারা বলেন,”ভোগ্যপণ্যের সিন্ডিকেটের হাতে আজ বাজার ও জনগণ জিম্মি।চাল,ডাল,সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম গত এক বছরে ৫০-৮০ ভাগ বেড়েছে।বাজার নিয়ন্ত্রণে সরকার শুধু ব্যর্থ তাই নয়,বাজার সিন্ডিকেটের পাহারাদারের ভূমিকায় সরকার অবতীর্ণ হয়েছে।টিসিবির ট্রাকের সামনে সাধারণ মানুষের ভীড় মূল্যবৃদ্ধিতে  জনগণের দুর্দশা ও সরকারের তথাকথিত উন্নয়নের নগ্ন চেহারাকেই উম্মোচিত করেছে। টিসিবিকে আরো সম্প্রসারিত ও কার্যকর ভূমিকায় নামানোর বদলে সরকার টিসিবি পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে।এ অবস্থায় মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আজ গণআন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।এর অশ হিসেবেই আগামী ২৮ মার্চ মূল্যবৃদ্ধির প্রতিবাদে হরতাল সফল করার জন্য আমরা জনগণকে আহবান জানাই।“

বক্তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো,সবার জন্য ন্যায্য মূল্যে রেশনিং চালু,খাদ্যপণ্যের মজুতদারি বন্ধ ও রাষ্ট্রীয় বাণিজ্য চালু এবং সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

# ২১/০৩/২০২২, প্রেস বিজ্ঞপ্তি #