চলমান সংবাদ

চট্টগ্রামে ৭দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা শুরু

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে ৭দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা ২০২২। সরকারের বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের ৮৮টি প্রতিষ্ঠান তাদের উন্নয়নমূলক কর্মকান্ড, বিক্রয় ও প্রদর্শন করছে এ মেলায়। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকালে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান এ মেলা উদ্বোধন করেন। এর আগে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। আনুষ্ঠানিক উদ্বোধনের পর সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। এ মেলা চলবে ২৩ মার্চ পর্যন্ত। ১৮ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল চারটা থেকে রাত ৯টা পর্যন্ত এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা এবং ‘বঙ্গবন্ধু, মুক্তির সংগ্রাম ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৩ মার্চ সমাপনী দিন বিকেলে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ক্যাটাগরিভিত্তিক বিজয়ী স্টল ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সকল নাগরিকদের জন্য এ মেলা উন্মুক্ত থাকবে। স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা বজায় রেখে এ মেলা চলবে। মেলায় চট্টগ্রাম জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, ফায়ার সার্ভিস, কৃষি, মৎস, গণপূর্ত, শিক্ষা, খাদ্য থেকে শুরু করে সরকারের ৮৮টি গুরুত্বপূর্ণ দপ্তর ও অধিদপ্তরের স্টল সাজিয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজগুলো প্রদর্শন করায় এ মেলার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য বলে জানান মেলা সংশ্লিষ্টরা। এছাড়া মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ছাড়াও অংশগ্রহণ করেছে মমতা, কোডেক, ইপসা, ম্যাক্স হসপিটালসহ কয়েকটি বেসরকারি এনজিও ও সেবামূলক প্রতিষ্ঠান। এদিকে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার (১৮ মার্চ) সকালে নগরীর রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ মোহনা হলে আয়োজন করা হয়েছে। এতে চট্টগ্রামের স্কুলসমূহের ১৫১৭ শিক্ষার্থীকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খাঁন খসরু এমপি, আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সেলিনা আকতার, ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জন।
# ১৭.০৩.২০২২ চট্টগ্রাম #