চলমান সংবাদ

সিআরবিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধের অভিযানে হামলা, আহত ৭

রেলকর্মী হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলনের হুমকি রেলওয়ে প্রকৌশলীদের নগরের সিআরবি এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধের অভিযানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবির) এক সদস্যসহ বিদ্যুৎ বিভাগের ৭ কর্মী আহত হয়েছে। সোমবার (৭ মার্চ) সকাল ১১টার দিকে সিআরবির তুলাতুলি কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে রেলকর্মীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে একদিনের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন রেলওয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন চট্টগ্রাম শাখার প্রকৌশলীরা। সোমবার (৭ মার্চ) দুপুরে হামলার পরপর রেলওয়ে পূর্বঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেনের সঙ্গে সাক্ষাতে এ কথা জানান সংগঠনটির নেতারা। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন রেলওয়ে বিদ্যুৎ বিভাগের ফোরম্যান প্রকৌশলী এনায়েত উল্লাহ। তিনি সিআরবি রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাছাড়া আহত হয়েছেন আরএনবির এক সদস্যসহ বিদ্যুৎ বিভাগের ছয় কর্মী। রেলওয়ে সূত্র জানায়, সোমবার সকালে দুই ভাগে বিভক্ত হয়ে সিআরবি ও তার আশাপাশের এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে অভিযানে নামে রেলওয়ের বিদ্যুৎ বিভাগ। এতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন আরএনবির ছয় সদস্য। পৃথক দুটি দলের মধ্যে একটি দল তুলাতুলি কলোনী এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কাজে গেলে হঠাৎ হামলা চালায় ১শ’ থেকে দেড়শ জনের একটি দল। এ সময় দা, বটি ও লাঠিসোটা নিয়ে রেলওয়ের কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়েন তারা। হামলায় আহতরা হলেন- আরএনবির এসআই সোলায়মান (৩৭), বিদ্যুৎ বিভাগের ফিডার মিজানুর রহমান (৪৮), লাইনম্যান ইফতেখার উদ্দিন মেহেদি (২৮) , ইলেকট্রিক খালাসি সুজন দাস (৩৫), আবুল কাশেম (৩৭) ও অস্থায়ী খালাসি মো. রফিক (২৩)। এ ব্যাপারে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ ঘটনার পরে জিএম জাহাঙ্গীর হোসেন, পূর্বাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আবু জাফর মিয়া ও অজয় কুমার পোদ্দারের সাথে বৈঠকে বসেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন। এ বৈঠকে একদিনের সময় বেধে দিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দেয় সংগঠনটির নেতারা। এসোশিয়েশনের যুগ্ম সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. কামরুল হাসান বলেন, দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য একদিনের সময় বেধে দেওয়া হয়েছে। ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলনে যাবো আমরা।
# ০৭.০৩.২০২২ চট্টগ্রাম #