চলমান সংবাদ

চট্টগ্রামে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত বঙ্গবন্ধুর স্বপ্ন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে চট্টগ্রামে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, আলোচনা সভা, সেমিনারসহ নানা কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচিতে বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ৭মার্চ এখনো তাৎপর্যপূর্ণ উল্লেখ করে বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্ন ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। বক্তারা সন্ত্রাস-সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন । ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মহানগর আওয়ামী লীগ নগরীর থিয়েটার ইন্সটিটিউট প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সহ-সভাপতি নঈম উদ্দিন আহমেদ চৌধুরী, জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদক মন্ডলীর সদস্য শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মুক্তিযোদ্ধা অমল মিত্র প্রমুখ। দিবসটি পালনোপনক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সম্প্রচার করা হয়। সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চারনেতা এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে এক মিটিন নিরবতা পালন করা হয়। এদিকে উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে নগরীর দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, ৭ই মার্চের ভাষণ প্রচার ও আলোচনা সভার কর্মসূচি পালিত হয়েছে। দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগেও নগরীর আন্দরকিল্লাস্থ দলীয় কার্যালয়ে একই কর্মসূচি পালন করা হয়। ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে সোমবার সকালে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এসময় তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাসে একাত্তরের ৭মার্চ একটি মাইলফলক। ৭মার্চের ভাষণের মধ্যদিয়ে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এক অবিচ্ছেদ্য বিষয়। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম, কাউন্সিলর এম. আশরাফুল আলম, আবদুস সালাম মাসুম, শৈবাল দাশ সুমন, সংরক্ষিত কাউন্সিলর শাহীন আকতার রোজী, রুমকী সেনগুপ্ত প্রমুখ। সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার উদ্যোগে ৭ মার্চ ঐতিহাসিক দিবস উপলক্ষে আলোচনা সভা নগরীর সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাতিত্বে ও মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, অধ্যাপক জাহিদ হোসেন শরীফ, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী প্রমুখ। ঐতিহাসিক সাতই মার্চ দিবস উপলক্ষে সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, সদস্য (অর্থ) মো. কামরুল আমিন, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুর রহমান, পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশিদ। আলোচনা সভা শেষে বন্দর চেয়ারম্যান শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। এরপর বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোকচিত্র প্রদর্শন করা হয়। ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। সোমবার (৭ মার্চ) সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক, চট্টগ্রাম জেলা প্রশাসনের উপ-পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক দেশাত্মবোধক গান পরিবেশন, বঙ্গবন্ধু ও শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। এছাড়া সকাল সাড়ে ১০টায় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-চুয়েট’র উদ্যোগে ৭ মার্চ উপলক্ষ্যে সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়-সিভাসু’র উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিশ^বিদ্যালয়ের পক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পাঞ্জলি অর্পণ করেন ফিশারিজ অনুষদের ডিন ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান। চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। এর অংশ হিসেবে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ঘিরে নির্মিত ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রচার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি শহীদ উল আলম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

# ০৭.০৩.২০২২ চট্টগ্রাম #