চলমান সংবাদ

এটিএম বুথের টাকা আত্মসাৎকারী সংঘবদ্ধ দল গ্রেপ্তার

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুর রহমান, তারেক আজিজ, তাহমিদ উদ্দিন পাঠান, রবিউল হাসান, হাবিবুর রহমান, কামরুল হাসান, সুজন মিয়া ও আবদুল কাদের। র‌্যাব বলছে, তাঁরা সবাই গার্ডা শিল্ড নামের একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মী। প্রতিষ্ঠানটি ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা রাখা ও তদারকির কাজে নিযুক্ত ছিল।
সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, বিভিন্ন সময় ব্যাংকের হিসাব পর্যালোচনায় দেখা যায়, গ্রাহকেরা টাকা পাচ্ছেন না। তবে ব্যাংকিং চ্যানেল বলছে, টাকা চলে গেছে। এই গরমিলের পরিমাণ দিন দিন বাড়ছিল। এ নিয়ে অভিযোগ অনুসন্ধান করতে গিয়েই ধরা পড়ে জালিয়াতির বিষয়টি।

জালিয়াত চক্রের প্রধানআবদুর রহমানকে গ্রেপ্তার  করা হয়েছে। চক্রের আরও ১২ জন পলাতক।
চক্রটি গত ছয় মাসে ডাচ্‌-বাংলা ব্যাংকের ২৩১টি এটিএম বুথ থেকে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। তিনি বলেন, অর্থ লেনদেনে গরমিল পাওয়ার কারণে এক বছর আগে জি-ফোর নামে একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করে ব্যাংকটি। পরে গার্ডা শিল্ডকে দায়িত্ব দেওয়া হয়।