চলমান সংবাদ

চট্টগ্রামে করোনা শনাক্তের হার কমছে

 চট্টগ্রামে একদিনে নতুন করে আরও ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। নমুনা বিবেচনায় শনাক্তের হার শূণ্য দশমিক ৯০ শতাংশ। আগের দিন আক্রান্ত হয়েছিল ৪৬ জন এবং শনাক্তের হার ছিল ২ দশমিক ১১ শতাংশ। এদিকে চট্টগ্রামে টানা ১১ দিন করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। রোববার (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আগের ২৪ ঘণ্টায় বিভিন্ন ল্যাবে সর্বমোট ১ হাজার ৫৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ১৪ জনের মধ্যে ১২ জনই নগরের বাসিন্দা। বাকি ২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে সরকারি হিসেবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৩৭১ জন। এর মধ্যে নগরের বাসিন্দা ৯১ হাজার ৯০৪ জন এবং ৩৪ হাজার ৪৮৭ জন বিভিন্ন উপজেলার। চট্টগ্রামে সরকারি হিসেবে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৬২ জন। চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৩ এপ্রিল। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।
# ২৭.০২.২০২২ চট্টগ্রাম #