চলমান সংবাদ

চকবাজারে ময়লা দেখে রেগে আগুন মেয়র, ৪ জনকে জরুরি তলব

চট্টগ্রাম নগরের চকবাজার ওয়ার্ডে যেখানে সেখানে ময়লা-আবর্জনা দেখে চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। এতে চসিকের পরিচ্ছন্নতা বিভাগের চারজন দায়িত্বশীল কর্মকর্তার কাছে কৈফিয়ত তলব করা হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) চকবাজার ওয়ার্ডের দেবপাহাড় এলাকায় যেখানে সেখানে ময়লা আর্বজনা পড়ে থাকতে দেখে ক্ষুব্ধ হোন মেয়র রেজাউল। রাস্তায় রাস্তায় চসিকের ময়লা, দুর্গন্ধে অতিষ্ঠ নগরজীবন এরপর রোববার দুপুরে দায়িত্ব অবহেলার দায়ে চারজনের কাছে কৈফিয়ত তলব জারি করে সিটি কর্পোরেশন। এ ঘটনায় অভিযুক্তরা হলেন— চসিকের পরিচ্ছন্ন কর্মকতা হাসান রশিদ, পরিচ্ছন্ন তত্ত্বাবধায়ক শহিদুল ইসলাম, চকবাজার ওয়ার্ডের সুপার ভাইজার আনন্দ পাল ও মো. আব্দুল্লাহ। চসিক সূত্রে জানা যায়, রোববার সকালে চসিকের সাধারণ সভায় যোগ দেওয়ার উদ্দেশে আন্দরকিল্লা পুরাতন নগর ভবনে যাচ্ছিলেন মেয়র রেজাউল। মেয়রের গাড়ি দেবপাহাড় এলাকায় পৌঁছালে সড়কের উপর ময়লার স্তূপ দেখতে পেয়ে ও সড়ক যথাযথভাবে সুইপিং না হওয়ায় রেগে যান তিনি। পরে এ ঘটনায় দায়িত্বশীলদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মেয়র। এ বিষয়ে জানতে চাইলে বক্তব্য দিতে রাজি হননি চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী। চকবাজার ওয়ার্ডের সচিব মো. সুলতান বলেন, ‘মেয়র মহোদয় দেবপাহাড় এলাকায় যাওয়ার পথে ময়লা-আবর্জনা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন। এরপরে অফিসিয়াল কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমার জানা নেই।’ # ২৭.০২.২০২২ চট্টগ্রাম #