চলমান সংবাদ

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ভুয়া ডাক্তার গ্রেপ্তার

চট্টগ্রামে হোমিওপ্যাথি ও এলোপ্যাথি চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার মেঘনাদ নাথ প্রদীপ (৩৯) সন্দ্বীপ উপজেলার হারামিয়া থানার সুধীর চন্দ্র নাথের ছেলে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টায় ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি জানান, দক্ষিণ হালিশহর এলাকায় নিউ প্যারাডাইস হোমিও হল নামে একটি দোকানে চেম্বার খুলে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সাথে প্রতারণা করে আসছিল মেঘনাদ নাথ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে ভুয়া ডাক্তার বলে স্বীকার করে। তার চেম্বার থেকে বিভিন্ন ডাক্তারি সরঞ্জামাদি জব্দ করা হয়। ‘ডাক্তারি পাস না করেও দীর্ঘদিন ধরে নামের পাশে ডাক্তার লিখে ভুয়া এমবিবিএস ডাক্তার সেজে নিরীহ রোগীদের বিভিন্ন জটিল রোগের ভুয়া চিকিৎসা প্রদান করে আসছিলেন মেঘনাদ।’
# ২৩.০২.২০২২ চট্টগ্রাম #