চলমান সংবাদ

চট্টগ্রামের একুশে বইমেলা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

 চট্টগ্রামের অমর একুশের বইমেলা থেকে সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে নগর পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বইমেলা থেকে কোতোয়ালী থানা পুলিশ একজনকে এবং কাউন্টার টেরোরিজম ইউনিট আরেকজনকে আটক করে নিজেদের হেফাজতে নেয়। তবে আটক ব্যক্তিদের সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে এখনো কিছু না জানানোয় তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দীন বলেন, ’২০-২২ বছর বয়সী এক যুবককে আমরা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। ওই যুবক হাটহাজারীর একটি মাদ্রাসার ছাত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে সন্দেহজনক কোনো বক্তব্য পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে কোনো অভিযোগ বা তথ্যপ্রমাণ পেলে পরে বিস্তারিত জানানো হবে।’ এদিকে বইমেলা থেকে আরেকজনকে আটকের বিষয়ে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার (ডিসি) মো. ফারুক উল হক বলেন, ২৩-২৪ বছর বয়সী সন্দেহভাজন এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।’ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে আগে থেকেই খবর ছিল গোয়েন্দাদের কাছে। সেই অনুযায়ী বইমেলা এলাকায় সোমবার সকাল থেকে কড়া নিরাপত্তা ছিল। বিপুল পরিমাণ পুলিশ মোতায়েনের পাশাপাশি কাউন্টার টেররিজম ইউনিট ও সাদা পোশাকের গোয়েন্দারা বইমেলায় অবস্থান নেয়। একপর্যায়ে বইমেলা সংলগ্ন মসজিদের সামনে থেকে প্রথমে একজনকে আটক করে নিয়ে যায় কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। এরপরই আরেকজন সন্দেহভাজনকে বইমেলা থেকে আটক করে নগর পুলিশের সদস্যরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম প্রাঙ্গনে একুশের বইমেলা রোববার (২০ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে। বইমেলা শুরুর আগ থেকে মহলবিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে আসছিল, বইমেলায় ইসলামী বই বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। তবে বইমেলা উদ্বোধনের পর এ বিষয়ে জবাব দিয়েছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি জানিয়েছেন, বইমেলায় ইসলামি বই বিক্রিতে কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু মৌলবাদি বই এবং জঙ্গিবাদকে উৎসাহিত করে এমন কোনো বই মেলায় বিক্রি করা যাবে না।

# ২১.০২.২০২২ চট্টগ্রাম #