চলমান সংবাদ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে হাশেম সভাপতি, জিয়াউদ্দিন সম্পাদক

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আওয়ামীপন্থি সমন্বয় পরিষদের মনোনীত প্রার্থী জয়লাভ করেছেন। সভাপতি নির্বাচিত হয়েছেন আবু মোহাম্মদ হাশেম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এএইচএম জিয়াউদ্দিন। তার মধ্যে সাধারণ সম্পাদক পদে এএইচএম জিয়াউদ্দিন এবারসহ টানা তিনবার বিজয়ী হয়েছেন। নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০টি পদে আওয়ামী লীগপন্থী ‘আইনজীবী সমন্বয় পরিষদ’ প্যানেলের সদস্যরা জয়ী হয়েছেন। বাকি ৯টি পদে জয় পেয়েছেন বিএনপি-জামায়াতপন্থী ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ’ প্যানেলের সদস্যরা। বাম-প্রগতিশীল ও দলনিরপেক্ষ আইনজীবীদের মোর্চা ‘সমমনা আইনজীবী সংসদ’ এবার নির্বাচনে অংশগ্রহণ করেনি। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। গণনা শেষে গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়। এবার ১৯টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৩৯ জন। ভোটার ছিলেন সাড়ে ৫ হাজার। এর মধ্যে ভোট প্রদান করেছেন ৪ হাজার ১৯৩ জন। নির্বাচনে সভাপতি পদে জয় পাওয়া সমন্বয় পরিষদের মনোনীত আবু মোহাম্মদ হাশেম। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি। সাধারণ সম্পাদক পদে জয় পাওয়া জিয়াউদ্দিন নগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক। তবে সমন্বয় প্যানেল থেকে নির্বাচন করায় মূলত তারা আওয়ামী আইনজীবী পরিষদেরই মনোনয়নে নির্বাচন করেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, সভাপতি পদে আবু মোহাম্মদ হাশেম পেয়েছেন ২০৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের মনোনীত নাজিম উদ্দিন চৌধুরী পেয়েছেন ২০৫৮ ভোট। সাধারণ সম্পাদক পদে সমন্বয়রই এএইচএম জিয়াউদ্দিন পেয়েছেন ১ হাজার ৯৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যের আবদুস সাত্তার সরওয়ার পেয়েছেন ১ হাজার ৬২৬ ভোট। অন্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ঐক্য পরিষদের মো. শফিক উল্লাহ, সহ-সভাপতি পদে সমন্বয় পরিষদের মো. আজিজুদ্দিন হায়দার, সহ-সাধারণ সম্পাদক পদে ঐক্যের এরশাদুর রহমান রিটু, অর্থ সম্পাদক পদে সমন্বয়ের সালাউদ্দিন মনসুর রিমু, পাঠাগার সম্পাদক পদে সমন্বয়ের মো. জাহিদুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে ঐক্যের লাইলা নুর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সমন্বয়ের মো. মেজবাহ উদ্দিন দুয়েল, সদস্য পদে সমন্বয়র এএনএম রুকনুজ্জামান মুন্না, শ্যামল চৌধুরী, সেলিনা আক্তার ও মো. খোরশেদ কামাল এবং ঐক্যের মো. আব্দুল্লাহ আল মামুন, আইনুল কামাল, বিলকিছ আরা মিতু, মিনহাজ উদ্দিন, মো. তোহিদুল বারি চৌধুরী ও তৌহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
# ১১.০২.২০২২ চট্টগ্রাম #