চলমান সংবাদ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক কমরেড উজ্জ্বল শিকদারের স্মরণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি প্রগতিশীল আন্দোলনের একনিষ্ঠ কর্মী কমরেড উজ্জ্বল শিকদার গত ৩০ জানুয়ারি, ২০২২ রবিবার সকাল ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  মৃত্যুবরণ করেন। কমরেড উজ্জ্বল শিকদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ ১১ ফেব্রুয়ারী, ২০২২ শুক্রবার বিকাল ৪.০০ টায় ফুলকির এ.কে খান স্মৃতি মিলনায়তনে সিপিবি কোতোয়ালি থানার উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয় । বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কোতোয়ালি থানার সভাপতি কমরেড প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর,  খেলাঘর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সিপিবি কোতোয়ালি থানার সদস্য  প্রকৌশলী রথীন সেন,  বীর মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি রিপায়ন বড়ুয়া, মহিলা পরিষদ, চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও  সিপিবি জেলা কমিটির সদস্য সিতারা শামিম,  সিপিবি চট্টগ্রাম জেলার কমিটির সদস্য ও সাংস্কৃতিক কর্মী শীলা দাশ গুপ্ত,  ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ডাঃ আরিফ বাচ্চু, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক ও সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সদস্য রাশিদুল সামির, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি এ্যানি সেন, হোটেল শ্রমিক নেতা মোঃ শাহজাহান প্রমুখ।

বক্তারা বলেন, সদা হাস্যজ্বল কমরেড উজ্জ্বল  শিকদার শোষণ-বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার সংগ্রামে অগ্রসৈনিক ছিলেন। চট্টগ্রামের তৃণমূল থেকে উঠে আসা একজন মাটির মানুষ। প্রগতিশীল আন্দোলনের নিষ্ঠাবান যোদ্ধা ছিলেন। আমৃত্যু তিনি অসম্প্রদায়িক, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক আদর্শের প্রতি নিষ্ঠা এবং আদর্শ বিস্তারের জন্য নিরলস পরিশ্রম করে গেছেন। তার মৃত্যুতে চট্টগ্রামের প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

কমরেড উজ্জ্বল শিকদার বাঁশখালীর বৈলছড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে তিনি লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হোন। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দক্ষিণ জেলার সভাপতির দায়িত্ব পালন করেন। জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর’র চট্টগ্রামের পদ্মকুঁড়ি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্র রাজনীতি শেষ করে তিনি  যুব আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ যুব ইউনিয়নে যুক্ত হোন। সর্বশেষ তিনি যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি কৃষক শ্রমিক মেহনতী মানুষের মুক্তির সংগ্রাম এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র গড়ার স্বপ্নে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন। সর্বশেষ  কমরেড উজ্জ্বল শিকদার কমিউনিস্ট পার্টি কোতোয়ালী থানা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

কমরেড উজ্জ্বল শিকদার সংগঠক হিসেবে তিনি ছিলেন অসাধারণ। প্রগতিশীল আন্দোলনের একনিষ্ঠ যোদ্ধা হিসেবে তিনি চষে বেড়িয়েছেন সর্বত্রই। কমরেড উজ্জ্বলের সাথে সকল শ্রেণি-পেশার মানুষের ছিল নিবিড় সম্পর্ক। সারা জীবন সাম্যের স্বপ্ন বুকে নিয়ে কাজ করেছেন। বর্তমান প্রগতিশীল আন্দোলনে এই রকম সর্বজন গ্রহণযোগ্য নেতার খুবই অভাব।  উজ্জ্বলের মৃত্যুতে প্রগতিশীল আন্দোলনের অপুরনীয় ক্ষতি হয়ে গেল। আমৃত্যু বিপ্লবী কমরেড উজ্জ্বল শিকদার আমাদের  লড়াই-সংগ্রামে বেঁচে থাকবেন।

# ১১/০২/২০২২, প্রেস বিজ্ঞপ্তি #