চলমান সংবাদ

চোরাই মোটরসাইকেল বিক্রি হতো ‘সাংবাদিক’ স্টিকার লাগিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

 আন্তঃজেলা মোটরসাইকেল চোরের একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন কৌশল অবলম্বন করে মোটরসাইকেল চুরির পর এসব মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করে। এরপর মোটরসাইকেলে ‘প্রেস’ বা ‘সাংবাদিক’ স্টিকার লাগিয়ে বিক্রি করার জন্য এক স্থান থেকে অন্যস্থানে নিয়ে যেত। নাম্বার প্লেট পরিবর্তন ও বিভিন্ন স্টিকার লাগিয়ে এক জেলা থেকে অন্য জেলায় নিয়ে মোটরসাইকেল বিক্রি করত তারা। এমন একটি আন্তঃজেলা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তারসহ ৫টি মোটরসাইকেল উদ্ধার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগ। বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত বিরতিহীনভাবে নগরীর খুলশী, ডবলমুরিং ও ফেনীর সোনাগাজী থানা এলাকায় দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মুন্না (২১), ফয়সাল (২২), শাহাদাত হোসেন (২২), শহিদুল ইসলাম ওরফে শহিদ (২১), সোহেল ওরফে ইকবাল (২০মিজান (২৩), মোবারক হোসেন (২৪), আব্দুর রহমান নোবেল (২৫)। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন বলেন, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর ও চোরাই মোটরসাইকেল বেচাকেনার সঙ্গে জড়িত। চোর চক্রের মূলহোতা মো. শহিদুল ইসলাম, সোহেল ও মুন্না। শহিদ এবং ইকবাল নগরের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করতো। পরে চক্রের অন্য সদস্য মুন্না ও তার সহযোগীরা গাড়ির নম্বর প্লেট পরিবর্তন করে সেখানে গণমাধ্যমসহ বিভিন্ন স্টিকার লাগিয়ে এক জেলা থেকে অন্য জেলায় বিক্রির জন্য নিয়ে যেত। আটজনের বিরুদ্ধে নগরের খুলশী থানায় মামলা করা হয়েছে। এই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিএমপির সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. কামরুল ইসলাম হাসান ও সহকারী কমিশনার (ডিবি-দক্ষিণ) মো. দেলোয়ার হোসেন।
# ১০.০২.২০২২ চট্টগ্রাম #